২২৪ শ্ৰীকৃষ্ণ কীর্তন গুজ্জরীরাগঃ ॥ রূপকং ॥ যদি যাসি রাধা তো এ এ রাজপথে । মোর বৃন্দাবন কেহে তাইলা অপবেগে ॥ যাতি আজি নষ্ট ভৈল আতার সেয়তী । এত পুষ্প নঠ কৈলে কাহার যুগত ॥ ১ ॥ রাধে ল আল কি ফুরিল মণে । কেহ্নে ভাগিল রাধা মোর বৃন্দাবনে ॥ ধ্রু ॥ লবঙ্গ মালতী রাধা ভাঙ্গিলে আপার । দনা মরুআ ভাঙ্গিলে দুলালের ডাল ৷ দূতার বোলে ভাঙ্গসি বৃন্দাবন । নাহি জাণে নারী তোর কেহেন মন ॥ ২ ॥ মাতলী কুন্দ ভাগিলে তো আয়র নে আলী । মাধবীলতা ভাগিলে তা আর পারলা ॥ বৃন্দাবন ভাগি মোর করিলে বিকল । পায়িবে আহ্মার থানে উচিত ফল ॥ ৩ ॥ যবে তিরী বধে নাহী থাকে ডর । তবে আজি মারিতা পাঠাওঁ যম ঘর ॥ 守 মোঞি সে জাণে মোর যেন করে মন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ রামগিরিরাগঃ ॥ রূপকং ॥ তোহ্মার বচন কাহাঞি ধরিতী মণে । সব সখি লতা আইলে তোর বুন্দাবনে ॥ সব ফুল তুলী লৈল তোহ্মার আদেশে । এবে কেহ্নে তুলি দেহ মোরে চুরী দোষে ॥ ১
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।