পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালিয়দমনখণ্ড ૨૭ળે স্বণিজ কাহাঞি র ভৈল তোষে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৮ ॥ রামগিরীরাগঃ ॥ আঠতাল ॥ সদয় হৃদয় হর্তা বুইল দামোদরে। সাকাল চল তোহ্মে দক্ষিণ সাগরে ৷ তথ্য মুখে থাক গির্জা আগার বচনে । যমুনার বাস তেজি নির্ভয় মণে ॥ ১ । ! 36:)lکی আণেক কাকুত কৈল কালীর নাগিনী । স্বণিজ কৃষ্ণের হের দয়াযুত বাণী ॥ ধ্রু ॥ কৃষ্ণের আদেশ শুণ কালায়নাগে । প্ৰণাম করির্তী বুইল কাহাঞির আগে ॥ সাগরে রহির্তে আজ্ঞা ভৈল মোর ভাগে । তথা গরুড়ের ভয় মোক বড় লাগে ॥ ২ ॥ হেন শুণ কৃষ্ণ বুইল তোহ্মার মাথাতে । কালীয় রহিব চিহ্ন মোর পদঘাতে ॥ এহা দেখি গরুড় না খায়িব তোহ্মারে । সকল সময় মুখে বসহ সাগরে ৷ ৩ ৷ কাহ্নের আদেশ হেন পার্জা নাগ কালী । সাগরক গেলা সব পরিজনে মেলী ॥ জলে হৈর্তে হরিষে উঠিলা জনাৰ্দ্দন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ । গুজ্জরীরাগঃ ॥ যতিঃ ॥ কাহাঞি ক দেখি যত গোপ গোপীগণে । হরিষে হয়িল। তবে সজল নয়নে ॥