、8○ শ্ৰীকৃষ্ণকীর্তন গুজ্জরীরাগঃ ॥ ধতিঃ ॥ " কভো না কইল কাহাঞি তোর কিছু দোষে । আকারণে কেহ্নে রাধা কৈলে তারে রোধে ॥ তোত লাগি কোণ কাম না করিল কাহে । এবে রাধা কেহ্নে কর তার আপমাণে ॥ ১ ॥ আহ্মার বচন শুন রাধা চন্দ্রাবলী । সরস বচন দিৰ্তা তোষ বনমালী ॥ ধ্রু ॥ কোহ্নে গোপী না বুইল তারে খর বাণী । তোহ্মে কেহ্নে তাহাত হয়িল অt গুআনী ॥ তে কারণে আস্থখিল হৈল চক্রপাণী । আনেক বুইল মোরে আভিমান বাণী ॥ ২ ॥ জাণিলে। রাধা তোত কিছু নাহি বুধী । হেনই মিলন হাথে কনক নিধী ॥ যে বচন বোলে কাহ্ন তাত পীত কান । এতেকেই মণে পরিতোষ পাএ কাহ্ন ॥ ৩ ॥ আহ্মার বচনে রাধা না করিছ হেলা । যৌবন সাগরে তোর কাহাঞি ভেলুL ন। পরিহর রাধা কাহের বচন । গাইল বড়, চণ্ডীদাস বসিলা গণ ॥ ৪ ৷৷ ধাতুষারাগঃ ॥ একতলী ॥ অtল বড়ায়ি । গোপী মেলী যমুনীর তীরে । আইলাহো নিবারে এহ! নীরে ॥ ল ॥ প্রথমর্তে করিল বিরোধা । হেন না জাণিল বোলে বাধা ॥ ১ ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।