পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যমুনাখণ্ড :8ፃ নাহি চিহ্ন তোহ্মে চক্রপাণী । র্তেসি মোরে বোল হেন বাণী ॥ ধ্রু ॥ কাজ পড়িলে দুষ্ট কাহ্নে । ইষ্ট মিত্র কেহো নাহি চিহ্নে ॥ হেন তুরুজন সে কাহাঞি । মামী মাউসী তার ঠায়ি নাই ॥ ২ ॥ নাহি বারে লোক সমাজে । নাহি তার দুয়ি চোখে লাজে ॥ যেহ্ন তেহ্ন লএ নিজ কাজে । হেন সে আজল দেবরাজে ॥ ৩ ॥ বড় দুষ্টমতী সে জে কাহ্ন । আহ্মা ছাড়া নাহি জাণে আন ॥ তাহাক ন| দিহ রঙ্গ আশে । গাইল বড়ু চণ্ডীদাসে ॥ ৪ ॥ রাধাবচলমাচম্য জরত্যা প্রতিপাদিতং । জগাদ কাতরঃ কৃষ্ণঃ সতৃষ্ণে রাধিকামিদং ॥ মালবরাগঃ ৷ রূপকং ॥ রাধী ল । তোর মোর স্থপৃঢ় নেহ ল । ভৈল একই পরাণ একই দেহ ॥ ল রাধা । কিছু নাহি করে আপরাধা । তভো কোপ তোর এ বড় ধান্ধ ॥ ১ ॥