[ ৩২ ] ভাষার ঘনিষ্ঠ সম্বন্ধ দেখিতে পাইব । কথ্য ভাষা হইতেই কথ্য ভাষার উৎপত্তি সিদ্ধ হইয়া থাকে। আজ আমরা বে ভাষায় মনোভাব ব্যক্ত করিতেছি, ৫•• পাঁচ শত বৎসর পুৰ্ব্বে সে ভাষা ব্যবহৃত হইত না, পরেও হইবে না ;–ভাষা পরিণামী। কথ্য ও লেখ্য ভাষার মধ্যে অন্ন হউক, বিস্তৰু হউক, প্রভেদও অবশুম্ভাবী। হাজার বৎসর পূৰ্ব্বে দৈনন্দিন জীবন-বাত্র নির্বাহের নিমিত্ত বঙ্গবাসী ঠিক কি ভাষা ব্যবহার করিতেন, জানিবার উপায় নাই। তবে সে কালের সাহিত্য হইতে তাহার কতকটা আভাস পাইতে পাবি । মহামঙ্গোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়ের আবিষ্কৃত ও সম্পাদিত চৰ্য্যাচৰ্য্যবিনিশ্চয়, সরোজ বজ্রের দোহাকোষ, কাহ্নপাদের দোহাকোব৪৪ প্রভৃতি গ্ৰন্থর ভাষা বাঙ্গালী ভাষার প্রাচীনতম নিদর্শন বলিয়া গৃহীত হইতে পারে। শাস্ত্রী মহাশয় বলেন, বইগুলি খ্ৰীষ্টীয় ৮ম-১২শ শতকে লেখা হইয়া থাকিবে । একটি চর্য্যাপদ এইরূপ,— অপণে রচি রচি ভব নির্বাণী মিছে লেtঅ বন্ধীবএ অপণ ॥ ধ্রু ॥ অস্তে ন জাণছু অচিন্ত জোই জাম মরণ ভব কইসণ হোই ॥ ধ্রু । জাইসে জাম মবণ বি তইসে জীবগে ম আলে শাহ বিশেসে ॥ ধ্রু । জাএধু জাম মরণে বিসঙ্ক। সো করউ রস রসাণেরে কথা ( কংখা t ) } & ॥ তাহা অনুসারে লিখি প্রাকৃত কথনে । —বাঙ্গালী পুথির বিবরণ, সা" প" প", ৪র্থ ভাগ, ৪র্থ সংখ্য, পৃ. ৩-৭ । হেন জয়দেব কাব্য রচনা সংস্কৃতে । ভাঙ্গিঃ করিল আমি সংস্কৃত প্রাকৃতে । ঐ পৃ° ৩৮৯ । সপ্তদশ পৰ্ব্ব কথা সংস্কৃত ছন্দ । মুর্থ বুঝিবারে কৈল পরাকৃত ছন্দ ॥ ঐ ৬ষ্ঠ খণ্ড, ১ম সংখ্যা, পু• ৬e as বৌদ্ধগাম ও দোহা’র অন্তর্গত।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।