পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫ e শ্ৰীকৃষ্ণ কীৰ্ত্তন এ বোল সুণিত . সুন্দর কাহাঞি আতি হরষিত মতী । করিল সকল গোপ যুবতীক জল নির্তে আতুমতী ॥ ১০ ॥ পাণি তুলিষ্ঠা কাহের পাশে রাধা পাতিল কালে । কিছু বা কহিল সুন্দর কাহাঞি কপোলে কৈল চুম্বনে ॥ ১১ ॥ তখন রাধা রোষ করির্তা সত্বর গমনে জাএ। বাসলী চরণ শিরে বন্দির্তা বড়, চণ্ডীদাস গাএ ॥ ১২ ৷ দেশবরাড়ীরাগঃ ॥ লঘুশেখর ॥ কাছের কলসিএ রাধা তুলিলে পাণী । মধু রসময় তোর বোল খাণী খাণী ॥ হৃদয়ে কাঞ্চলী শোভে কানতে কুণ্ডলে । আদিত্য জিণিতঁা উয়িল কিরণ মণ্ডলে ॥ ১ | ধীরে ধীরে যাহা গোআলিনী সুণ মোর বোল । রহির্তা রহিষ্ঠা দেহ বিরহের কোল ॥ ধ্রু ॥ আহ্মা লয়িঙ্গ রাধা পাণি লয়ির্তা যাসি । রোষে মন দিউ কেহে মোরে না তরাসী ॥ কমণ কারণে রাধা ন কাঢ়সি রাএ। বিরহ আনলে মোর বিদগধ গtএ ॥ ২ ॥ রোষ পরিহর রাধা মোর বোল স্থন । রোধে বিনাসে দেহে এ সকল গুন ।