পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যমুনাখণ্ড ২৫ ১ আধিকার কৈল আহ্মে যমুনার ঘাটে । কলসি ভাগিবো বোল ন ধরিলে বাটে ॥ ৩ ॥ পুরুব অপর কথা রাধী মণে গুন । এভোহো সুন্দরি রাধা মোর বোল স্থন ॥ এ বোলে উলটি রাধা চাহিল নয়নে । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণে ॥ ৪ ॥ দেশাগরাগঃ ॥ লঘুশেখরঃ ॥ \>/> ভাল মন্দ কত লোক পথ মাঝে যা এ | তাহাক বারির্তা বোল বুলিতে জুআ এ ॥ যেহ তোহ্মে গোপ কথা করহ বিকাশ । বুঝিল তোহ্মার কাজে নাহি কিছু ভাষ ॥ ১ ॥ পথত বারহ মন নানেদর নন্দন । কি কারণে ঝগড় করহ সব থন ॥ ধ্রু ॥ দুভক্তন সাহুড়া মোর ঘরতে আছএ । অবোল বুলিতে তাক নাহি কিছু ভএ ॥ পুরুবে যে কৈল তত জাণিষ্ঠ আপুণ । ঘাটে বাটে হেন কেহে বোল চক্ৰপাণী ৷ ২ ৷ এখনে তেজহ কাহাঞি আjরত বচন । তোহ্মে কি ন জান মন্দ ভাল সখিগণ ॥ কেহো যবে বেকত করিহে এই কাজ । আহ্মার খাখার তবে তোহ্মে পাইবে লাজ ॥ ৩ ॥ বোলাবুলি রাধিক পাইল নিজ ঘর । ভয় মানী কাহাঞি তেজিল সে উত্তর ॥ আপণ আপণ ঘর গেলা সখিগণ । গাইল বড়, চণ্ডীদাস বাসলা গণ ॥ ৪ ।