এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
২৬৪ শ্ৰীকৃষ্ণ কীৰ্ত্তন সব কথা বুয়িলো তোহ্মার পাএ । বাসলী শিরে বন্দী চণ্ডীদাস গাএ ॥ ১২ ॥ রাধাবচনমাচম্য গাঢ়ং দরভয়াতুরা। যশোদা রোষকলুষং রহসি প্রাহ কেশবং ॥ মল্লাররাগঃ ॥ যতিঃ ॥ গোকুল নগর মারে বসে। চিরকাল । আহ্মা ভাল করী জাণে সকল গোআলি ॥ ভাল পুত্র হৈলা তোহ্মে কুলের নন্দন। তোহ্মাত লাগিতা হয়িব আহ্মার মরণ ॥ ১ ॥ কুমতী তেজহ কাহাঞি বুয়িলে তোহ্মারে। তোহ্মাতে লাগিতা কত সহিবো সহ্মারে ॥ ধ্রু ॥ বারে বারে যে কাম নিষধি এ আহ্মে । নিষেধ না শুণী সেসি করহ তোহ্মে ॥ বাছ সব বুলে কাহাঞি নানা থানে থানে । তোহ্মেত বুলহ পূতা রাধার কারণে ॥ ২ ॥ সব গোপী লর্তা রাধী রাজাক গোচরী । সক্ষে যবে আসি মোক লই যাব ধরী ॥ তথা কোণ বোলে আহ্মে পায়িব নিস্তারে । এ যুগতী পুতা বোলহ আহ্মারে ॥ ৩ ॥ মাআ বাপত বড় গুরুজন নাহী । একই আখরে মো বুয়িলো তোর ঠাই ॥