[ ७8 ] নহি রেক নহি রূপ নহি ছিল বন্ন চিন । রবি সসী নহি ছিল নহি রাতি দিন ॥ নহি ছিল জল থল নহি ছিল আকাস । মেরু মন্দার ন ছিল ন ছিল কৈলাস ॥ নহি ছিল ছিষ্টি আর ন ছিল চলাচল। দেহারা দেউল নতি পরবত সকল ॥ দেবতা দেহারা ন ছিল পুজিবাক দেহ। মহাস্থম্ভ মধ্যে পরতুর আর আছে কেহ ॥ রিসি জে তপসী নহি নতিক বাস্তন । পাহাড় পৰ্ব্বত নহি নহিক থাবর জঙ্গম ৷ পুস্ত থল নহি ছিল নহি গঙ্গাজল । সাগর সঙ্গম নছি দেবতা সকল ॥ নহি ডিষ্টি ছিল আর নহি সুর নর। বন্ত বিষ্ট, ন ছিল ন ছিল জাবর ৷ ইত্যাদি শূন্তপুরাণে পুরাণ ভাষার নমুনা আছে বটে, কিন্তু উছাতেও কবির ভাষা পাওয়া যায় না। ১১শ-১২শ শতকে মাণিকচন্দ্র রাজার গান ও ময়নামতার গান রচিত হয় ; কিন্তু উদ্ধাদের শোধিত সংস্করণই আমাদের হস্তগত হইয়াছে । তার পর আমরা বাঙ্গাল কাব্য-জগতে চণ্ডীদাস ও বিদ্যাপতিকে দেখিতে পাই । ইহাদের সুপ্রণালীবদ্ধ উৎকৃষ্ট গীতি-কাব্য রচিত হইবার পূৰ্ব্বে যে এ ক্ষেত্রে আর কোন উদ্যম হয় নাই, এমন কথা বলা যায় না । কৃষ্ণকীর্তনে' আত্মবিশ্বত ক্রীকৃষ্ণের প্রতি বলদেবের উক্তি,— আহা । তোহ্মে জল তোহ্মে থল তোহ্মে বন গিরী । , স্বগগ মত্য পাতাল তোহ্মে দেব হরী। তোহ্মে সুৰ্য্য তোহ্মে চান্দ তোহ্মে দিকপাল । লীল তনু ধরি এবে হরিলাহ। গোআল ॥ আপণ না চিহ্ন কেহ্নে এবে বনমালী। জগত সংহর তোহ্মে কোণ ছার কাণী ॥ ইত্যাদি।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।