পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীর্তন আজি হৈর্তে রাধিকাত নিবারিলে আশে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ আহেররাগঃ ॥ একতালী ॥ আহ্মার বচন শুণ কাহাঞি গোতাল । গোআলিনী রাধা পাতে আশেষ জঞ্জাল ॥ হাণ পাচ বাণে তাক না করিহ দয়া । গোআলিনী রাধার খণ্ডক সব মায়া ॥ ১ ॥ শুণহ কাহাঞি তোহ্মে অtঙ্গীর বচনে । রাধাক হাণ ফুলের পাঁচ বাণে ॥ ধ্রু ॥ পুরুবে রাধাক দিলে মে তোহ্মার তাম্বুলে । কোণে পরকারে না শুণিল মোর বোলে ॥ কোন কাম ন কৈলে তোহ্মাত লাগি আঁ । অণপণ বোলায়িল সতী আহ্মাক মারির্তী ॥ ২ ॥ বিলম্ব না কর কহি মোর বোল শুন । ঝ tট করী ফুলের ধনুত দেহ গুন ॥ স্তম্ভন মোহন আর দহন শোষনে । উছাটিণ বাণে লন্স রাধার পরাণে ॥ ৩ ॥ ত্ৰিজগতনাথ তোগো দেব বনমালী । তোগীকে না করে ভয় রাধী চন্দ্রাবলী ॥ উলটিঙ্গা সে যাচু তোহ্মাক যতনে। গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণে ॥ ৪ ॥ কৃষ্ণোহন্তমতিমাসাদ্য জরতাiঃ কৃতমগুনঃ । পঞ্চবtণশরৈশচক্রে রাধি কামারণে মতিম ৷