পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৩৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

さb b^ শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন উঠ উঠ আল রাধা দধি বিকে জাত ল আহ্মে তোর ছাড়িল দানে i ৩ ॥ শঙ্খ চক্র গদা করে গরুড় বাহন ল আহ্মে দে ল সারঙ্গধরে । কাহ্নের বিলাপ বড়ু চণ্ডীদাস গাএ ল পাঙ্গা দেবী বাসলীর বরে ॥ ৪ ॥ বেলাবলীরাগঃ ॥ একতালী ॥ লারেক জিআ তো গোআ শ্ৰী । রাধা ল । আর না বুলিবে ধামালা ॥ এবার মুখের পেল কালী রাধা ল । পরিহার বোলে বনমালী ॥ ১ ॥ কাহেরে তিরীবধ দিঠা । রাধা ল । কোণ পুরী জাইবে পালাইত ॥ ধ্রু ॥ দহে পেলে সে ফুলের বাণ । যে বাণে তেজিলি তো পরাণ ৷ বীরেক রাখহ মোর মান । হয়ি এ আহ্মে তোর প্রিয় কাহ্ন ॥ ২ ॥ হের মো করিলে যোড়হাথে । এবে মোরে তুলী চাহ মাথে । উঠা কর সময় বাত । বিকল না কর জগন্নাথ ॥ ৩ ॥ আহ্মে বার ভুবনে বিশাল । গোকুলত বাল গোপাল ॥ উঠ বৈশ আহ্মার পাশে । শাইল বড়, চণ্ডীদাসে ৪ ।