পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ e শ্ৰীকৃষ্ণকীর্তন দেশবরাড়ীরাগ ॥ আঠতালা ॥ হারায়িল তোহ্মার বঁাশী ভেঁসি বড়ায়িতে হাসী মোর বোল স্থণ চক্রপাণী । বুলী চেীর পৈসে ঘরে গিস্ত্রীক সত্বর করে হেন দুঠ বড়ায়ির বাণী ॥ ১ ॥ কিকে কাকুতা করসি চল কাহtাঞ বড়ায়ি নিলে বাঁশী ॥ নাএ ॥ ধ্রু ॥ বুঢ়ী বড় আছিদরী ভাণ্ডে তোহ্মা মীয়া করী তার মন বুঝির্তে না পারী । দুঠ মন মিঠ দেখে আমু সম পর দেখে চাহ বাঁশী তাহাক মুরারী ॥ ২ ॥ দেখি তোহ্মা অস্থিখ মোর মণে বড় দুখ মো কেহ্নে হরিবেঁ। তোর বঁাশী । তোহ্মেঞি বড় সিআন আপণে গুণিষ্ঠ যান বড়ায়ি পরক বিনাসী ॥ ৩ ॥ আহ্মার বোল পরমান তাক না করিহ আন চল তোহ্মে বড়ায়ির পাশে । বtশীর তত্ত্ব কহিল তাহ্মে দোষ এড়ায়িল গাইল বড় চণ্ডীদাসে || 8 || দেশবরাড়ীরাগঃ ॥ আঠতাল ॥ র্তো বড়ায়িক দেসি দোষে বড়ায়ি তোহ্মণক দোষে সব মোর করমের ফল । দুহার কপট হাসী চোরাতী আক্ষদির বাণী রাধা মোক না কর বিকল ॥ ১ ॥