৩২৪ শ্ৰীকৃষ্ণ কীৰ্ত্তন সুশী সব দেবগণে কি বুলিহে আহ্মারে কে না নীল বঁাশী সি অরে ॥ ২ ॥ হার কেয়ুর রাধা সব মোর নে। বঁাশী গুটি আণী মোক দে । বনমালা আভরণ তাহা তোক দিবে। যে বোলসি তাহাক করিবেঁী ॥ ৩ ॥ তেহ্মে মোর বঁাশী নিলে সুন্দরি রাধ মোর মনে হেন পড়িহাহে । বাসলী চরণ শিরে বন্দির্ভা অনন্ত বড়, গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ গুজ্জরীরাগঃ ॥ রূপকং ॥ যমুনাক আইলে নীর্তে পাণী । আল । তেীর বtশী সুধিহো না জাণী ॥ কাহাঞি হে ॥ হত তোহ্মে দেব চক্রপাণী । অলি । কেহ্নে বোল হেন দুষ্ট বাণী ॥ ল কাহাঞি হে ॥ ১ ॥ শিঅরে হারায়িতা তোহ্মে বাশী । মিছা কেহ্নে আহ্মারে দোষসি ॥ ল কাহাঞি ॥ ধ্রু ॥ হয়িল মোর এতেক বএসে । কেহো নাহি দিল চুরী দোযে ॥ সব লোক মোরে ভালে জাণে । চুরিণী হয়িলাহেঁ তোর থানে ॥ ২ ॥ আতি রতি বেআকুল হর্জা । কমণ তিরীক বঁাশী দিতা ॥ সাধিলেহে আপণার কাজে । আহ্মা কেহে দোষ দেবরাজে ॥ ৩ ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।