পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ংশীখণ্ড ●: ዓ স্বণ তোহ্মে নন্দের কুমার। নিজ কাজে বিকল সংসার ॥ ল কাহাঞি ॥ যোড়হাথে বুলিহ বচনে । সুখী হইব রাধীর মণে ॥ ল কাহাঞি ॥ ৩ ॥ কেহ্নে তোঞ কাজ না বুঝসি । তপ্তী কয়িলে না পাইবে বাঁশী ॥ ল কাহাঞি ॥ ধ্রু ॥ যোড় হাথ করিলে বড়ায়ি । তবে কি দিবেক বশী রাহী ॥ পাছে জনি লোক উপহাসে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ হের গির্তা তোহ্মার বচনে । হাথ যোড় করে দেব কাহ্নে ॥ ধ্রু ॥ প্রমুক্তকাকুবচনং কৃতসংঘ তলং পুরঃ । বিলোক্য মাধবং বুদ্ধ। রাধিকামিদমাদধে ॥ ধামুখীরাগঃ ॥ একতালী ॥ ശ মেঘ যেহ আষাঢ় শ্রাবণে । ঝরে তার পাণী নয়নে গো ॥ কান্দিওঁ মলিন কৈল মুখে । কত তার দেখিবে তেখে গো ৷ ১ ৷ বঁাশীর শোর্কে চক্রপাণী । এবে তাক বাঁশী দেহ আনী ॥ ধ্রু { যোড় হাথ কৈল দেব কাহ্নে । এবে তাক বঁাশী দেহ দাণে ।