পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SD3) a শ্ৰীকৃষ্ণকীর্তন এহা সরূপ জীণী বুঝাহ রাধারে । বঁাশীগুটি দেউক তাহ্মীরে ॥ ৩ ॥ তাহ্মীর চরিত্র বিদিত তোর থানে । আর তাক কেহো নাহি জগণে ॥ রাধীর বচন তাহ্মে পালিব আী বসে । বসলী ( শিরে ) বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ৪ ॥ ক্লষ্ণস্য বচনং শ্রাত্বা জর ত্যা প্রতিপাদিতং । মধুরং মাধপং পাহ রাধিক ধিমতী সতী ॥ রামগিরীরাগঃ ৷ বিচিত্ৰ ॥ লগনী ॥ একতালী দ গুকঃ কাহাঞি তোর কথা শুণী লড়ায়ির মুখে । কহির্তে না পারে। তাক যত পাইলে দুখে ॥ ১ ॥ তোহ্মার বিরহে মে। হয়িলো বে আকুলী । তে কারণে তোর বঁাশী নিলে বনমালী ৷ ২ ৷ রাধা । বিরহে আকুলী ভৈলা আপণার দোষে । আহ্মার বঁাশী তো চোরায়িলি রোষে ॥ ৩ ॥ আহ্মার খাখার যবে না করহ তোহ্মে । তবে কি বিরহ দুখ তোক দিএ আহ্মে ॥ ৪ ॥ কাহাঞি । যে কারণে খাখার তোহ্মার মোএ কৈলে । তে কারণে বিরহ আনলে পুড়ি মৈলে ॥ ৫ ॥ আর কভে চঞ্চল না করিহ মনে । মোক রোষ না করিহ কাহারো বচনে ॥ ৬ ॥