পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধাবিরহ මේවඵඤ মুকুলিল কুঞ্জ নেআলী। আগ বড়ায়ি। আণিআর বমমালী ॥ ধ্রু॥ দক্ষিণ মলয়া বা তা বহে । না জাণে মো কেহ করে গাএ ॥ বাট করী কাহাঞি অনাও । রতী, সুর্থে রজনী পোহাও ॥ ২ ॥ এ মোর বাহুর বলএ । সব খন খসিত পড়এ ॥ অনমীয নয়ন করির্তা । বিকলী মে তার বাট চাহির্তা ॥ ৩ ॥ এবে মোর সংপুন বএসে । কিকে কাহ করে আমরিষে ॥ বাট করা আন কাহ পাশে । গাইল বড় চণ্ডীদাসে ॥ ৪ ॥ ভৈববীরাগঃ ॥ একতালী ॥-রূপকথা ॥ কাহ্নের তাম্বুল রাধা দিলে তোর হাথে । সে তাম্বুল রাধা তেঁ ভাগিলি মোর মাথে ॥ (এবে ঘুস সুসাঙ্গা পোড়ে তোর মন । পোটলী বান্ধিৰ্তা রাখ নহুলী যৌবন y), il পাগলী রাধা গোআলিনী গো । কর্থী পাব নন্দে যশোদার পো ॥ ধ্রু ॥ গন্ধ চন্দন রাধা দিলে তোর গাএ । সে গন্ধ চন্দন মুছিলী বাম পাএ ॥ এবে ভেঁ। গোআলিনী কি বোলসি আর । কাহ্ন দূর গেল বৃন্দাবনের পার ॥ ২ ॥