○S)や শ্ৰীকৃষ্ণকীর্তন বিথর বুয়িলে তোরে কাহ্নের আস্তরে । তবে বাম করে চড় মায়িলি মোহোরে ॥ এবে কাহ্নের অস্তিরে তোর প্রাণ জাএ । তাহাক করিব আহ্মে কমণ উপএি ॥ ৩ ॥ আনেক কাকুতী করি তোক গো আলিনী । আতি উতপঠ হৈল দেব চক্রপাণী ॥ এবে নিবারির্তা থাক আপণার মন । গাইল বড়, চণ্ডীদাস বাসলী গণ ॥ ৪ ॥ ধানুষীরাগঃ ॥ একতালী ॥ এ ধন যৌবন বড়ায়ি সবঈ আসার । ছিণ্ডিতা পেলাইবো গজ মুকুতার হার ॥ মুছিআ পেলায়িবে। সিসের সিন্দূর । বাহুর বলয়া মো করিবো শংখচুর ॥ ১ ॥ দারুণী বড়ায়ি গো দেহ প্রাণ দান । আপণার দৈব দোষে হারায়িলে কাহ্ন ॥ ধ্রু ॥ মুণ্ডিত পেলাইবে কেশ জাইবে সাগর । যোগিনী রূপ ধরা লইবেঁ। দেশান্তর ॥ যবে কাহ্ন না মিলিহে করমের ফলে । হাথে তুলিআ মো খাইবো গরলে ॥ ২ ॥ কাহ্ন সমে সাধির্তে না পায়িলো রতী সিধী । আঞ্চলের ধন মোর হরিলেক বিধী ॥ এভোর্হে। বড়ায়ি মোর কর প্রতিকার ; অাণিতা দি আর মোকে কাহ্ন একবার ॥ ৩ ॥ মাথে শস্তু সম খোপা শিসতে সিন্দুর । এহ দেখি কেহ্নে কাহ্ন গেলান্ত বিদূর ॥
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।