পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

to obo শ্ৰীকৃষ্ণকীর্তন কথা সে মনমথ কথা সে বাণ । কোমণ বাণে লএ পরাণ ॥ ২ ॥ বসন্ত কালে কোকিল রাএ। মণে মনমথ সে বাণ তাএ ॥ ৩ ॥ আগার বোল সাবধান হয় । বাহির চন্দ্র কিরণে সোঅ ॥ ৪ ॥ কি সুতিব আহ্মে চন্দ্র কিরণে । আধিকে বড়ায়ি দহে মদনে ॥ ৫ ॥ মোর বোল তো মণে পরিভায় । সিতল চন্দন আঙ্গে বুলাত ॥ ৬ ॥ পোড়ে কলেবর সেই চন্দনে । আগা নির্তী যাহ সেই বৃন্দাবনে ॥ ৭ ॥ বাঘ ভালুকে আতি গহনে। কেমণে যাইবে সে বৃন্দাবনে ॥ ৮ ॥ বাঘ ভালুকে বা আহ্মাক খাউ । কাহাঞির উদ্দেশে পরীণ জীউ ॥ ৯ ॥ যমুনা বহে খরতর ধার। কেমর্তে তাহত হইবে পীর ॥ ১০ ॥ যর্বে ডুবির্জ মরে যমুনা তরঙ্গে । তবে লয়ির্বে গির্জা কাহ্নের সঙ্গে ॥ ১১ ॥ পরিহর রাধা কাহ্নের আশে । বাসলী বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ১২ ॥ বিভীষরাগঃ ॥ একতালী ॥ রূপকথা ॥ দণ্ডকঃ শত পল সোনা বড়ায়ি লর্তা সে মেল। প্রাণনাথ কাহাঞির উদ্দেশে চল ॥ ১ ॥