পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ම86 শ্ৰীকৃষ্ণকীর্তন তথাহেঁ চাহিত যবে না পাহ গোপালে। তবেঁসি চাইহ গির্জা ভাগীরথী কূলে ॥ ১৫ ॥ তথ"হেঁ ন পাইলে চাইহ সাগরের ঘরে । সাগর গোআলে বাত পুছিহ সত্বরে ৷ ২৬ ॥ তথা গেলে যবে বড়ায়ি না পাহ কাহ্নে । তবেস পুছিহ বড়ায়ি সব জন থানে ॥ ১৭ ॥ তবে সুধি পাইবে যথা বসে জগন্নাথে । আদি আন্ত কথা সব কহিল তোহ্মাতে ॥ ১৮ ॥ তোর বোলে কাহ্ন মোর আসিবেক পাশে । বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে ॥ ১৯ ॥ ভৈরবীরাগঃ । কুড়কঃ ॥ মোএ ত সুন্দরি রাধ আতি বড় বুঢ়ী ল বেড়ায়ির্তে মোতে বল নাহী । মোএই যে বোলে উত্তর তাত আনুমতি কর আপণেঞি চাহ ত কাহাঞি ॥ ১ ॥ রাধা ল । না হেলিহ বচন আহ্মারে । যে পথে উদেশ পাহ সে পথে আপণে যাহা তবে কাহাঞি মেলিব তোহ্মারে ॥ধ্রু॥ চাহির্তে চাহির্তে যবে সে কাহলুর লাগ পাহ তবে তাক বুলিহ বিনএ । আআর বোলে উপাএ ধরিহ তাহার পাএ তবে তোকে হয়িবে সদ এ ॥ ২ ॥ কাহের উদ্দেশ করা ভ্ৰমিহ মধুর পুরী মানা গিরী কমায় বলে ।