পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধাবিরহ ©83) না গুণিলো কাহাঞি-র বোলে । না নয়িলো কাহাঞির তাম্বুলে ৷ যত কৈলে সব মতিমোষে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৫ ॥ ধামুর্ষীরাগঃ ॥ যতিঃ ॥ তোকে তত্ত্ব বোলো চন্দ্রাবলী । যোড় হাথ করী বনমালী ॥ তাত বড় পাইল আপমান । র্তেসি তোহ্মা ছাড়া গেল কাহ্ন ॥ ১ ॥ এবে তোর বিরহ পোড়নী । আল । কথ। গির্তা পাইব চক্রপাণী ॥ ধ্রু ॥ তোর সখিজন হেন চাহে । কাহাঞি তেজুক তোহোর নেহে ॥ তবে কাহাঞি লর্তা বৃন্দাবনে । কেলি করে সেহি গোপীগণে ॥ ২ ॥ ষোলহ সহস্ৰ গোপী লয়ির্তা । বৃন্দাবন মাঝত বসিআঁ । নানা রসে বসে বনমালী । তোহ্মাক বঞ্চিত চন্দ্রাবলী ॥ ৩ ॥ আইস রাধ যাই বৃন্দাবনে । তবে তার পাব দরশনে ॥ তবে তোরে কাহ্ন বা সস্তাসে । গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ ஒக