পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাধাবিরহ こ8○ এত সব সহিলো মে বাহের নেহাত লগী বড়ায়ি মোকে নেহ কাহাঞি র পাশে । বাসলী চরণ শিরে বন্দি শু: গাইল বড়, চণ্ডীদাসে ॥ ৪ ॥ বঙ্গালরাগঃ ৷ রূপকং ॥ হরি হরি । অtহুখ না কর তোহ্মে শুন গেী আলী । নিকট মেলিব তোর প্রিয় বনমালী । হরি হরি । মলিন না কর রাধ। চান্দ সম মুখ । তোর দেহ গতি দেখি মোতে লাগে দুখ ॥ ১ হৃদয়ে ভরস কর থাক মোর থানে । তাপণে মেলিব তোক গোকুলের কাহ্নে ॥ ধ্রু। আইস মোর সঙ্গে রাধ ঘাই বৃন্দাবনে । চাহি কুঞ্জে কুঞ্জে তোর প্রিয় নারায়ণে ॥ বীরতা পুছিষ্ট রাধা সব জন থানে । আবসি দেখিল কেহো শ্ৰীমধুসূদনে ॥ ২ ॥ কেমনে বেড়া এ কাহ্ন কিবা রূপ ধরে । এর্কে এর্কে সব কথা কহ তো তাহ্মীরে ॥ অর্ণবসে জাণিব কেহো যথ বসে কাহ্নে । পুছির্তে পুছিতে তার পাব দরশনে ॥ ৩ ॥ কিবা জল কিবা থল কিবা বৃন্দাবনে । গর রাখে কিবা বনে নন্দের নন্দনে ॥