পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

←a☾ 8 শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন হেন বুঝে গেলা কাহ্ন বনের ভীতর। তথ। গির্জা চাহা তাক কিছু নাহি ডর ॥ ২ ॥ মুগধী বড়ায়ি তোতে নাহি কিছু বুধী । হাথে হাথে ছাড়িলী কেহ্নে গুণনিধী ॥ ৩ ॥ আইস তোর সঙ্গে জাইউ বৃন্দাবন । তথর্ণ অবসি পাইব নন্দের নন্দন ॥ ৪ ॥ রাধার বচনে বড়ায়ি গেলী বৃন্দাবন । তথ। হেন রাধিকারে বুইল বচন ॥ ৫ ॥ আগু জাঅ রাধা কাহ্ন চাহির্তে আপুণী । তবেসি মেলিব তোকে দেব চক্রপাণী ॥ ৬ ॥ বড়ায়ির বচন শুণী উল্লসিত মতী । একসরী বৃন্দাবনে রাধ কৈল গতী ॥ ৭ ॥ দেখিত গোঠ রাখিৰ্তে বুলে বনমালী । মদনে মুরুছা গেলী রাধী চন্দ্রাবলী ॥ ৮ ॥ মুখে জল দিৰ্তা বড়ায়ি ততিখনে । অথবেথে রাধিকারে করায়িল চেতনে ॥ ৯ ॥ বুলিতে লাগিলী রাধা পাইস চেতনে । গাইল বড় চণ্ডীদাস বাসলী গণে ॥ ১০ ॥ বিভীষরাগঃ ॥ দণ্ডকঃ ॥ একতালী ৷ রূপকথা ॥ বিরহে বিকল গোসাঞি তোহ্মে বনমালী । যবে আছিলাহেঁ আহ্মে আতিশয় বালী ॥ ১ ॥ পান ফুল না লইলে মাইলে তোর দূতী । সেহে দোষ খণ্ড মোর মদন মুরুতী ॥ ২ ॥ আর যত দুখ দিলে কদমের তলে । সেহো দোষ খণ্ড কাহ্ন না জাণিলো ভোলে ॥ ৩