পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭৮ আল শ্ৰীকৃষ্ণকীর্তন সরস চন্দন পঙ্কে । দেহে বিষম শঙ্কে । দহন সমান মানে নিশি শশাঙ্কে ১ ॥ তোর বিরহ দহনে । দগধিলী রাধা জীএ তোর দরশনে ॥ ধ্রু ॥ কুহুম শর হুতাশে । তপত দীর্ঘ নিশাসে । সঘন ছাড়এ রাধ। বসি এক পাশে ॥ ক্ষেপে সজল নয়নে । দশ দিশে খনে খনে । নালহীন কৈল যেন নীল নলিনে ॥ ২ ॥ দেখি পল্লব শয়নে । আঙ্গার রাশি সমানে । মুদয়ে নয়ন আতি তরাসিত মনে ॥ বাম করতে বদনে । দির্জা গগনে নয়নে । তোহ্মাক চিন্তে রাধা নিশ্চল মনে ॥ ৩ ॥ খনে হাসে খনে রোষে । খনে কঁপিএ তরাসে । খনে কান্দে রাধ। খনে করএ বিলাসে ॥ চলিতে তোহ্মীর পাশে । নারে মদনের রোষে । বাসলী চরণ বন্দী গাইল বড় চণ্ডীদাসে ॥ ৪ ॥