পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 86 and of money, and of fame, bubbling up every minute in the heart, daring to criticise and understand the love of the Gopist"— The Sages of India, Swani Vivekanand's Madras Lectures. আমরা যখন কৃষ্ণকীৰ্ত্তনের পুথি পরিষদে লইয়া আসি, তখন শ্রীযুক্ত রামেন্দ্রসুন্দর ত্রিবেদী এম এ মহাশয় পরিষদের সম্পাদক । তিনি এবং কার্য্য নিৰ্ব্বাহক-সমিতির সদস্তগণ পুথি দেখিয়া বিশেষ আনন্দ-প্রকাশ করেন। আমাদের উপর গ্রন্থের সম্পাদন-ভার স্তস্ত হয়। 线 গ্রন্থ-সম্পাদনে সুহৃদর শ্ৰীযুক্ত বসন্তকুমার চট্টোপাধ্যায় এমৃ এ মহাশয়ের নিকুট যথেষ্ট সহায়তা পাইয়াছি। কৃষ্ণকীর্তনে বিস্তর তরু-লতা, ফুল-ফলের নাম আছে । শ্ৰীযুক্ত ভীমচন্দ্র চট্টোপাধ্যায় এম এ এবং শ্রীযুক্ত দুর্গানারায়ণ সেন শাস্ত্রী মহাশয় উহাদের বিস্তৃত বিবরণ লিথিয় দিয়াছেন । পুজ্যপাদ মহামহোপাধ্যায় শ্ৰীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী সি আই ই, এম এ মহাশয় টকাটি আঙ্গোপ্যু দেখিয়া অৰিষ্ঠ্যক সংশোধন ও সংযোজনাদি করিয়া দিয়াছেন । আচার্য্যপাদ শ্ৰীযুক্ত ত্ৰিবেদী মহাশয় গ্রন্থের মুখবন্ধটি লিথিয়া দিয়াছেন এবং শ্রীযুক্ত রাখালদাস বন্দ্যোপাধ্যায় এস্ এ মহাশয় বহু শ্রম স্বীকারপূৰ্ব্বক পুথির লিপিকাল নির্ণয় করিয়া দিয়াছেন। এতদ্ব্যতীত পণ্ডিত শ্রযুক্ত বিধুশেখর শাস্ত্রী, শ্রীযুক্ত দুর্গাচরণ সাঙ্খ-বেদান্ততীৰ্থ, ক্রযুক্ত সারদাপ্রসাদ কাব্যতীর্থ, শ্রীযুক্ত বিনোদবিহার কাব্যতীর্থ, শ্ৰীযুক্ত অমূল্যচরণ ঘোষ বিদ্যাভূষণ, শ্ৰীযুক্ত তারাকান্ত কাব্যতীর্থ, ক্রযুক্ত তারাপ্রসন্ন ভট্টাচার্য, ত্রযুক্ত জ্ঞানেন্দ্রমোহনদাস প্রভৃতি পণ্ডিত এবং বন্ধুবর্গের নিকট কিছু ন কিছু সাহায্য পাইয়াছি। তজ্জন্ত ইহাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাইতেছি । মহামহোপাধ্যায় প্রযুক্ত সতীশচন্দ্র বিদ্যাভূষণ এম এ, পি এইচ, ডি মহাশয় সংস্কৃত কলেজ Library ব্যবহারের অনুমতি দিয়া আমাদিগকে চিরকৃতজ্ঞতা-পাশে বদ্ধ করিয়াছেন। পরিশেষে পরিষদের পুরম-হিতৈৰী, বঙ্গ-সাহিত্যের অকৃত্রিম বন্ধু, রাজ রাও শ্রীযুক্ত যোগীন্দ্রনারায়ণ রায় বাহাদুরকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি—তাহারই অর্থামুকুল্যে পরিষদগ্রন্থাবণী-ভুক্ত হইয়া এই কৃষ্ণকীৰ্ত্তন গ্রন্থ প্রকাশিত হইল । মহাবিষুব-সংক্রাস্তি, ; বঙ্গtঞ্জ ১৩২৩ শ্ৰীবসন্ত রায়