পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b〜8 শ্ৰীকৃষ্ণকীর্তন হেন সম্ভেদে দেখি শীতল বহে বfএ । ভ্রমর কোকিল মিলী কলগীত গাএ ॥ কুসুমের গন্ধ মেলিল চারি পাশ । রাধীর নয়নে গিঞ নিন্দ কৈল বাস ॥ ৩ ॥ রাধাক এড়িঞ জায়ির্তে কাহ্ন কৈল মন । বডায়ির পাণে কাহ্ন করিল গমন ॥ বড়ায়িক সম্বোধিএঃ বুলিল বচনে । গায়িল বড়, চণ্ডীদাস বাসলি গণে ॥ ৪ ॥ কেদাররাগঃ ৷ একতালী ৷ পালিল বড়ায়ি আহ্মে বচন তোহ্মারে । এবে মেলাণী দেহ ত্যাহ্মারে ॥ সীঝ উপসন্ন ভৈল বনের ভিতরে । রাধা লঞ বাট বিন এ যাহা ঘরে ॥ ১ { তোহ্মার কারণে ল বডয়ি । কৈলো মোঞে রাধার সঙ্গে ল ॥ ধ্রু ॥ আর বচনেক বোলে স্থণ ল বড়ায়ি ধরিএঃ তোর করে । তাক রাখিহ যতনে আপণ আস্তরে জাইব আহ্মে মথুরা নগরে ৷ ২ ৷ নিন্দ ছল করি থাক রাধার পাশে বড়ায়িক বুলিল যতনে। ধির ধির করি রাধার শিয়রের উরু কাঢ়ি ( গেলা ) মথুরা নগরক কাহ্নে ॥ ৩