পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e R শ্ৰীকৃষ্ণকীর্তন [ জন্মখণ্ড উচ্চারণের দ্যোতক এবং আনুনাসিক উচ্চারণ পশ্চিম-রাঢ়ের অন্ততম বিশেষত্ব। উছার স্বার্থকতা—স্বরের কোমলতা ও দীর্ঘতা-সম্পাদনে । হিন্দী, মহারাষ্ট্রী, গুজরাটা প্রভৃতি প্রাকৃতসম্ভব ভাষাসমূহে আমুনাসিক উচ্চারণের প্রাচুর্য্য দেখা যায় । মেলি—প্রাকৃত ‘মিলিঅ’ ‘মেলিঅ’ । শৌরসেনী ভাষায় ক্তি প্রত্যয়ের স্থানে ষ্টিঅ' আদেশ হয় ; ‘ক্ত ইআঃ’, বররুচি—১২৯ মিলিয়া, মিলিত হইয়া। পাতিল—সংস্কৃত "ক্ত প্রত্যয়, শৌরসেনী ‘দ’, মাগধী “ড’ বা ‘ল’ হইতে বঙ্গভাষায় অতীত-চিহ্ন লকারের উৎপত্তি অনুমান অযুক্ত নহে । অধ্যাপক শ্ৰীযুক্ত যোগেশচন্দ্র রায় মহাশয়ের অভিপ্রায়ও তাঁহাই ॥১ বাঙ্গাল /পাত, স্থাপনে । সভা পাতিল—শঙ্করদেবকৃত উত্তরাকাণ্ডে,— আছন্ত রাঘব যেবে দিব্য সভা পাতি । সভা স্থাপিত করিলেন । সভ করা-ই রীতিসিদ্ধ। অধুনা সভা-সমিতির অধিবেশন খুব সচরাচর। খেলাঘর পাতা’, ‘ঘর-সংসার পাতা’ এবং পাত পাতা’, ‘কান পাতা’ প্রভৃতি তুলনীয়। স্ত্রালোকদের ‘আড়িপাতা’ অভ্যাস আছে। ভগবৎপ্রদত্ত দণ্ড-পুরস্কার আমরা ‘মাথ! পাতিয়া লইতে বাধ্য। ইত্যাদি ইত্যাদি । আকাশে—সপ্তমীর চিহ্ন একার সংস্কৃত তথা প্রাকৃতের অনুরূপ। কংসের—যষ্ঠর উত্তর এই ‘এর’ প্রত্যয় প্রাকৃত সম্বন্ধবাচক ‘কেরক’ শব্দের বিকারে উৎপন্ন। ভোজরাজ কংস, মথুরাদেশের স্বনামপ্রসিদ্ধ রাজা উগ্রসেনের পুত্র এবং শ্ৰীকৃষ্ণের মাতুল । হএ-বাঙ্গালা Vহ ; এই ‘এ’ প্রত্যয় প্রাকৃত ‘হসএ’, ‘করএ’, ‘পঢ়এ’ প্রভৃতির দ্যায় ( বররুচি–৭৫ ও সিদ্ধহেম5型ーレ小ol>8a ) 1 ジ羽 l § ২। ইহার-কুমারপালচরিতে এআণ (এতেষাম) ৫১৪ । চৈতন্তভাগবতে ও বিজয়গুপ্তের পদ্মাপুরাণে ‘ইহান’ ( ইহার ) । কংসের । কমণ— BBBBB BBB SBBBSS SBBSS SBBBSS S KKK SS SBBSS SBK B S ‘কওন’, ‘কঞোন’, ‘কোন” প্রভৃতি। কোন, কি ; উপাএ—প্রাকৃতে বাঙ্গালী ভাষা, ১ম ভাগ, ১৩৫ পৃ" । পিঙ্গল, ২২৬, ২। ১৬৭ ৷ বিদ্যাপতি । চাদকবি ও তুলসীদাস । তুলসীদাস।