পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

or ૨ J ভাষা-টীকা 8 eసి পাকিল—রাঢ়ে পাকূল ; ভরিল’, ‘কাটিল’, ‘ভূখিল প্রভৃতি পদ তুলনীয়। এই ‘ল’-প্রত্যয়ান্ত পদসমুহ সংস্কৃত এবং প্রাকৃতের ন্তায় ক্রিয় ও বিশেষণ উভয়ধৰ্ম্মাক্রান্ত । পক। দাঢ়ী—সংস্কৃত দাঢ়িকা, মরাঠী দাঢ়ী । শ্মশ্র । মাথা—প্রাকৃত ‘মখ অ’ ; কুমারপালচরিতে ‘মখা’, ৮৩৮ মস্তক। বামন শরীর—ক্ষুদ্র কলেবর ; মাকড়-প্রাকৃত 'মক্কড় । মাকড় বেশ— মুক্তি মৰ্কটসদৃশ । নাচএ—প্রাকৃত ‘নচএ’ । নাচেন, নৃত্য করিতে লাগিলেন । গতী—গতি, প্রকার । বিরুত বদন—মুখভঙ্গি অস্বাভাবিক। উমত মতী-হৃদয় ( মতি ) উন্মত্ত, চিত্ত বিভ্রান্ত ॥ ধ্রু—সংস্কৃত গ্রুবক’, ‘ফ্রবা’ । ধুআ (ধুয়া), ârșiofaceo I The chorus of a song. ২। খণে খণে—প্রাকৃত । ক্ষণে ক্ষণে । হাসে—প্রাকৃত ‘হসএ', ( হসতি ) কুমারপাল-চরিত—৫।৭১। বিণি (বিনি, বিহু, বিনে)—অপভ্রং প্রাকৃত ‘বিণা’, ‘বিণু । বিনা, ব্যতিরেকে । খোড়—’খোড়-খোরে। তু খঞ্জকে’, হেমচন্দ্র। ভগ্নপদ, খঞ্জ । খোণেকে—মুহূৰ্ত্তেকে, তৎ ক্ষণাৎ। কান—সংস্কৃত ‘কাণ’, মৈথিলী ‘কান’। কানা বা কাণ, অন্ধ। খণে হএ খোড় ইত্যাদি—ক্ষণে খঞ্জের অনুকরণ করেন, আবার তখনই অন্ধের অভিনয় করিতে থাকেন। পরকার-প্রকার । করে—প্রাকৃত “করএ’, সিদ্ধহেমচন্দ্ৰ— ৮৩.৪৫ । অঙ্গভঙ্গ –অঙ্গসঞ্চালন দ্বারা মনোভাব ব্যৰ্ত্তীকরণ । তাক—অপভ্রংশ প্রাকৃত ‘তা’ (তৎ), পিঙ্গল—১।১১৩, ১১৯৬ । ‘ক’ দ্বিতীয়ার চিহ্ন। বিশারদর্কত বিরাটপৰ্ব্বে, - গুরু উপদেশে আমি রথ বাহিবাক । শিখিয়াছো যেমত দেখিবা তুমি তাক ॥ তা, তাহা । রঙ্গ—বিদ্যাপতিতে,— চৌরী পিরিতি হোয় লাখগুণ রঙ্গ । আনন্দ, সুখ । ৩। লাম্ফ—প্রাচীন অসমীয়াতে “লাস্ফ’ শব্দের প্রয়োগ আছে। লাফ, লক্ষ। খণের্কে—"খোণের্কে’রই রূপভেদ। ভূমিত—'ক্ত' সপ্তমীর চিহ্ন । @°