পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8) o - শ্ৰীকৃষ্ণকীর্তন { জন্মথও উহা সৰ্ব্বাদি শব্দের উত্তর সপ্তমীতে প্রযুক্ত পালি "ত্র’ বা প্রাকৃত ‘খ’ প্রত্যয়ের রূপান্তর । ভূমিতে । রহে – অবস্থান করেন। চিতরে—চিত হইয়া, উত্তান ভাবে । উঠিআপ – অনন্তরাদি অর্থে ধাতুর উত্তর ইত্যা প্রতায় অধুনা প্রচলিত “ইয়া’র সমান। উঠিয়া । বোলে-বলেন : আনচান—যশোহরের প্রাদেশিক ‘আনথানা: ; হিন্দী 'আনথান । অসম্বদ্ধ বাকা, অপ্রাসঙ্গিক উক্তি। মিছাই—প্রাকৃত ‘মিচ্ছা । নিরর্থক । মাথাএ—‘এ’ তৃতীয়ার চিহ্ন। মস্তক দ্বারা। পাড়এ—পাতিত করেন। সান—সংস্কৃত ‘স্বান’ ( vস্বন, শব্দ করা ) । (১) বংশীধ্বনি পূৰ্ব্বক কামাচার অনুজ্ঞ বা আমন্ত্রণ ; (২) হস্তাদি সঞ্চালন সহকারে আহবান-চেষ্টা ; (৩) চর্ষামৰ্ষাদির অভিব্যঞ্জক সঙ্কেত-ভেদ। এখানে পশ্চাল্লিখিত অর্থই গ্রাহ। মিছাই মাথাএ পাডএ সান-অকারণ অসহিষ্ণুত-জ্ঞাপক ঘন ঘন শিরোনমন করিতে লাগিলেন। মেলে— বাতির করেন, বিস্তার করেন। জীহা-প্রাকৃত রূপ। জিহব। আগ—প্রাকৃত ‘অগগ’ । অগ্রভাগ । রাতা-সংস্থত ‘রাব’ । মাণিকচন্দ্র রাজার গানে ‘রাও । রব । কাঢ়ে— চাদকবির বীরগাথাতে, — দোউ দীন দীনং কঢ়ী বঙ্কি অসিসং। ( উভয় পক্ষ হইতেই বক্র অসি নিষ্কাষিত করিয়া সেনাগণ ধাবিত झ्झेल ।) কৃত্তিবাসী উত্তরাকাণ্ডে,— সিংহ শাৰ্দ্দল রা কাঢ়ে উচ্চস্বরে। কাঢ়া শব্দের মৌলিক অর্থ বলপূৰ্ব্বক টানিয়া বাহিরে আনা রাঅ কাঢ়ে—শব্দ করেন। বোকা-বোকুকড়ে ছাগঃ’, দেশীনামমালা। ছাগল। মেলে ঘন ঘন . . বোকা ছাগ-( কামপীড়িত ) সবা পশুর দ্যায় ঘন ঘন জিহবাগ্র বিস্তার করিতে এবং অল্পরূপ শব্দ করিতে লাগিলেন। কংসেত—“ত ষষ্ঠ্যর্থে প্রযুক্ত। মাণিকচন্দ্র রাজার গানে,— আপনকার মহলত নাইগে উতরিল গিয়া । প্রাচীন অসমীয়াতে,— কহে শুক মুনি নৃপতিত বিদ্যমান ।