ずo] ভাষা-টীকা 8> > উপজিল—vউপজ। উপজাত হইল, উৎপন্ন হইল। হাস-হাসি, হাত। বন্দী-বন্দিয়া, বন্দনা করিয়া । واتسSt ১। কোণ—মরাঠী ‘কোণ ; ওড়িয়া কণী । কোন, কি । সুখে— সুখে । কংশ—মনবোধকৃত হরিবংশে,— কথি লএ কংশ পটকলহ মোহি । মাগধী প্রাকৃতে য-কার ও স-কার স্থানে ‘শ হয়, ‘ষসোঃ শঃ’, বররুচি– ১১।৩। তোর-প্রাকৃতপৈঙ্গলে তোহর’ ( তব, যুষ্মাকম ) ২২৪ ; ‘তোকর পাঠও আছে। হকার বা ককারের লোপে তোর। নাহি – প্রাকৃত নাছিং’ ( নহি ) ; অপভ্রংশ ভাষায় নাহি । জাণ—প্রাকৃত vজাণ, জান । এবে —আর্যপ্রাকৃত এবচিং” । এক্ষণে, এখন। তো—প্রাকৃত “তুমং পদের দেশীয় রূপ ‘তোম’, ‘র্তো”, “তুম । তুমি। আপণার— প্রাকৃতে আত্মন শব্দের ষষ্ঠীর বহুবচনে অপপ্ৰাণাণ ; মৃচ্ছকটিকে আপনার অর্থে ‘অপপণে কেরিকং’। হৈবেক-প্রাচীন সাহিত্যে ক্রিয়াপদের উত্তর স্বার্থে ‘ক’ প্রত্যয় বিরল নহে । পশ্চিম-রাঢ়ের কথিত ভাষায় বর্তমানেও এই রীতি অনুস্থত হয় ; যথা—“হবেক্’, ‘যাবেকৃ’, ‘খাবেকৃ" ইত্যাদি। হইবেন, জন্মিবেন। যে হৈবেক ইত্যাদি—যিনি দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান হইবেন বা যিনি দেবকীর অষ্টম গর্ভে জন্মিবেন। সেসি—সংস্কৃতে যেরূপ ‘হি’ ব্যবহৃত হয়, শৌরসেনী, ঢকুকী, দক্ষিণাত্য প্রভৃতি রীতিতে সেইরূপ ‘সি’র প্রয়োগ দৃষ্ট হয়। প্রাচীন অসমীয়াতে,— সিসি ধন্ত সিসি শুদ্ধ সেহিসে পণ্ডিত । ( কীৰ্ত্তনঘোষ ) S SBB BB BB BBBB BgBS DDBB B BBBBSBBSSBB BBBBBBB BBS ড়ি, পরিশিষ্ট ।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।