পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृं' ७] ভাষা-টীকা 8 > ○ মারিবা পদের উত্তর নিমিত্তার্থে ‘ক’ প্রত্যয় । মৈথিলীতেও ঐরূপ : ওড়িয়াতে ‘কু’। মারিতে, মারিবার নিমিত্ত । তfএ-হরিদাসকৃত জৈমিনিভারতে,— নয় বান দিয়া দৈত্য বিন্ধিল রাজ এ । বব্ৰুবাহ এক সভ্যত বান মারে তfএ ॥—(পুথি ) তাহাকে বা তাহাদিগকে । ৩। তবে – তখন । আপণে— কুমারপালচরিতে অপ পণো (স্বয়ম্)। তত্ব-তথ্য। থানে—স্থানে, সমাপে । দৈবকীএ —‘এ’ প্রত্যয় কর্তৃকারকের চিহ্ন । ধরিব- প্রাচীন সাহিত্যে প্রথম পুরুষের ক্রিয়াপদের স্থানে উত্তমপুরুষের ক্রিয়াপদের প্রয়োগ অবিরল । ধরিবেন, ধারণ করিবেন। পাপ—পাপের প্রতিমূৰ্ত্তি । দুঠঠ-প্রাকৃত %টঠ’ ৷ দুৰ্ব্বত্ত, ক্রর। কংসে —‘এ’ প্রথমার চিহ্ন। তাক সবই- সে সমুদায়কেই, তাহাদের সকলকেই। মারিব—প্রথম পুরুষের ক্রিয়া। মারিবে, নষ্ট করিবে । এবে দৈবকীএঃ . . সবই মরিব এখন (ইষ্টতে ) দেবকী যে সকল সস্তান প্রসব করিবেন, পাপিষ্ঠ ক্রর কংস সে সমস্তই ( একে একে ) নষ্ট করিবে । 8 | আঃম — আদ্য অকারের স্থানে ‘আ’ আদেশ বাঙ্গালা ভাষার একতম বিশেষত্ব। অষ্টম হৈব - হইবেন । আগষ্টম গবর্ভ হৈব ইত্যাদি-দেবদেব নারায়ণ ( দেবকীর ) অষ্টম গর্ভজাত সন্তানরূপে জন্মগ্রহণ করিবেন। দিব—দিযেন তোহ্মণক—তোমাকে, তোমায়। তখণে—প্রাকৃত ‘তক্‌খণ ; ওড়িয়া তিক্ষণে। তৎক্ষণ, সেই সময়ে । উপদেশে—‘এ’ প্রত্যয় তৃতীয়ার চিহ্ন। উপদেশ দ্বারা । হয়িব-হুইবে । ১ । একে একে – এক এক করিয়া । মাইল—মারিল, নষ্ট করিল ছয়—পিঙ্গলে "ছঅ’ (ষষ্ট্ৰ) ২৪৩ ৷ ২ । সেহি—সেই । অবসরে—দুষ্ট ঘটনার মধ্যবৰ্ত্তী সময়, সুযোগে ছুরি-ছই নিয়োজিল-সমাবেশিত করিলেন।