8)や শ্ৰীকৃষ্ণকীর্তন { জন্মখণ্ড ৭ । তাহাক—‘ক’ বিভক্তি চিহ্ন। তাহ, তাহাকে। জাণী— জানিয়া, জ্ঞান করিয়া। অবেক্ষণ ( অবেক্ষণ )—অবধান, প্রতিজাগরণ । তাহাকে অষ্টম. কংশ মহাবীর—দেবকী যে গর্ভ ধারণ করিলেন, তাঙ্গ অষ্টম গৰ্ভ বোধে অথবা যিনি দেবকীর উদরে রছিলেন, তাহাকে অষ্টম গর্ভের সন্তান জানিয়া মহাবীর কংস প্রতিজাগরণার্থ লোক স্থাপিত করিল ( অর্থাৎ রক্ষা পুরুষ নিয়োজিত করিল ) । ৮। ধরল-ধারণ করিলেন। আনুরূপ—অনুরূপ। সুপুরুষ গবর্ভ ইত্যাদি—দেবকী মহাপুরুষের আবির্ভাব-লক্ষণান্বিত গর্ভের অনুরূপ গর্ভ ধারণ করিলেন ; অর্থাৎ গর্ভে মহাপুরুষের আবিভাব হইলে যেরূপ লক্ষণ সকল প্রকাশ পায়, দেবকী সেইরূপ লক্ষণমুক্ত গর্ভ ধরিলেন। বাঢ়ি গেল— বাড়িয়া গেল, বদ্ধিত হইল । ১। বিজয় বেলা—ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মহানিশায় রোহিণী-চন্দ্রযোগে বিজয় বেলা হয় ; যথা,— ভাদ্রকৃষ্ণাষ্টমী লোকে রোহিণ্যক্ষ যুঁত যদি । মহানিশায়াং মধ্যস্থে ত্রিপাদে শশিসঙ্গমে । বিজয়া সাষ্টমী জ্ঞেয়া যোগজ্ঞান প্রবেশিকা ॥*—নির্ণয়মাল । ভগবান ভবিষোত্তরে বলিয়াছেন,— সিংহ রাশিগতে স্থৰ্য্যে গগনে জলদীগমে । মাসি ভাদ্রপদেইষ্টম্যাং কৃষ্ণপক্ষেহদ্ধরাত্রকে ॥ শশাঙ্কে বৃষরাশিস্থে প্রাজাপত্যক্ষ সংযুতে। বস্থদেবেন দেবক্যামহং জাতো জনাঃ স্বয়ম্ ॥—হরিভক্তিবিলাস, ১৫।১৩৭ বেলা শব্দ কালবাচী । বিজয়-বেলা ও জয়ন্তী-যোগ অভিন্ন। ভাদর– বৈশাখাদিক্রমে পঞ্চম মাস, ভাদ্র। নিশি-পদ্য ও গীতাদিতে । রাত্রি ।
- কাশীনিবাসী প্রসিদ্ধ জ্যোতিষী স্বৰ্গীয় বাপুদেব শাস্ত্রীর পৌত্র শ্ৰীযুক্ত যদুনাথ শাস্ত্রী মহাশয় শ্লোকটি উদ্ধার করিয়া দিয়া আমাদের বিশেষ ধন্যবাদার্থ হইয়াছেন।