পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* s] ভাষা-টীকা 8 »ዓ আন্ধকার—অন্ধকার । ঘন-মেঘ। বারি—জল। বরিষে—প্রাকৃতপৈঙ্গলে ‘বরীসএ ( বর্ষাত ), ১১৮৮ বর্ষণ করিতেছে। নিশি আন্ধকার ইত্যাদি—ঘনান্ধকার রজনীতে ( কৃষ্ণপক্ষের মধ্যরাত্রে ) এবং বারিবর্ষণকালে, এরূপ অর্থও হয়। অন্ধকার রাত্রিতে বৃষ্টিপতন অবস্থাভেদে পাতি প্ৰদ । হরী-— 'মুনী’ শব্দের টক দ্রষ্টব্য ( পৃ” ২ । হরি, শ্ৰীকৃষ্ণ । ধরী—শৌরসেনী প্রাকৃত ‘ধরিঅ’, পিঙ্গলে ‘ধরি’ ( ধৃত্ব ), ১৯৭, ১৯৯ । ধরিয়া । রোহিণী আঃমী তিথিন—রোহিণীসুক্ত অষ্টমী তিথিতে । জরম– রাঢ়ের গ্রাম্য জরস্থ । কৃত্তিবাসী রামায়ণের পুথিতে,— কোন মূৰ্ত্তি দেব তুমি জৰ্ম্ম কাতার ঘরে । হরিদাসকৃত জৈমিনি-ভারতে,— এহু জৰ্ম্মে কৈল তাঙ্গ পার্থের কুমার – পুথি ) জরম লভিল--জন্ম গ্রহণ করিলেন, छूभिर्छ श्रश्रदान । কাহলঞি — কানাই, শ্রীকৃষ্ণ । বিজয় নাম বেলাতে ... ... জরম লভিল কাহাঞি"— বিজয়-বেল অর্থাৎ ভাদ্র মাসের রোহিণী নক্ষত্ৰসক্ত অষ্টমা তিথি, অন্ধকার রাত্রি, তাহাতে মেঘগণ ( মন্দ মন্দ ) বারি বর্ষণ করিতেছে, এইরূপ ( সৰ্ব্বগুণসম্পন্ন ) শুভক্ষণে ভগবান শুরি শঙ্খ চক্র-গদা-পদ্মভস্তে শ্রীকৃষ্ণরূপে আবিভূতি হইলেন। অথবা রোহিণীসক্ত ভাদ্রকুঞ্চাষ্টমার মধ্যরাত্রে বিজয় নামক শুভ বেলায়— যে কালে জন্ম হইলে বা যাত্ৰাদি করিলে সৰ্ব্বত্র বিজয় সঙ্ঘটন হয়, ত্যাদি । ২। জণিল—জানিলেন। নিন্দে–নিদ্রায় । গোকুল- মথুরার দুই তিন ক্রোশ দক্ষিণ-পূৰ্ব্বে অবস্থিত। ভৈল = হইল। কণ্যা—কন্যা। সেই খনে—তন্মুহুর্তে। ভোলে-প্রাকৃত বিবৃভল বা ‘ভিবৃভল হইতে ‘ভোল হওয়া সম্ভব । বিহবলতাবশতঃ । নিন্দ ভোলোঁ— ঘুমের ঘোরে, নিদ্রার আবেশে । যশোদাঞ—“দৈবকীএ শব্দের টক দ্রষ্টব্য ( পু’ ৩ ) । তাক —তাহ। দেবের প্রসাদে তবে ... -- তাক না জাণিল— বসুদেব তপন ভগবৎকৃপায় অবগত হইলেন, গোকুলস্থ জনগণ নিদ্রায় কাতর হইয়া পড়িয়াছে এবং ( যে সময়ে শ্রীকৃষ্ণ কংসকারাগারে জন্মগ্রহণ করিলেন ), (two) 夸