পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ১৮ শ্ৰীকৃষ্ণকীর্তন [ জন্মখণ্ড সেই সময়ে যশোদার এক কল্প প্রস্তুত হইল। পুল অথবা কল্প উৎপন্ন হইল, ( শ্রাস্তিজনিত ) নিদ্রার আবেশে যশোদা তাঙ্গর কিছুই জানিতে পারিলেন না । श्रृं%ांक्ष-s ৩ । চলিলা-চলিলেন। কাহ্ন—প্রাকৃত ‘কণ হ’ শব্দ। শ্ৰীকৃষ্ণকে । করি—শৌরসেনী প্রাকৃত ‘করিঅ’ ; পিঙ্গলে ‘করি’ (কৃত্বা) ১৯৭, ১ । ৯৯ ৷ পহরী-বিদ্যাপতিতে ; শূন্তপুরাণে পঙ্গরি’। প্রহরী, রক্ষী । বাটত— বিট পন্থীঃ’, দেশীনামমালা ; ত’ সপ্তমী বিভক্তির চিহ্ন। পথে । থাহ!— কানুভট্টকত চৰ্য্যাচর্যাবিনিশ্চয়ে,— ভব নদী গহন গম্ভীর বেগে বাঙ্গী। দুআন্তে চিখিল মাঝ ন থাহা ॥ তুলসীদাসকৃত বালকাণ্ডে,— পৈরত থকে থাছ জনু পাঙ্গ । ( সন্তরণক্লিষ্ট'ব্যক্তির তলস্পশের স্যায় ) বনমালী দাসের জয়দেব-চরিতে,— প্রেমের বন্যা উঠে থাহ নাহি যায় । থই বা থাই, নছাদির তল প্রদেশ, জলনিম্নস্থ ভূমি। কফি দেখি বাটত ইত্যাদি—যমুনা শ্ৰীকৃষ্ণকে দেখিয়া পথে থাই দিল—অর্থাৎ তাহার গভীর ও স্ফীত জলরাশি কমাইয়া পদব্রজে গমনের উপযোগী করিয়া দিল। নানেদর— গোপরাজ নন্দের । ঘর—“গৃহে ঘরোহপতো”, বররুচি-৪৩২ ; প্রাকৃতপৈঙ্গলে,— ঘর লগ গই অগুগি জলই ধহ ধহ।—১১৯০ ঘরে, গৃহে। ৪ । আশিল—আনিলেন, আনয়ন করিলেন। বালী—বিদ্যাপতিতে "বালি’, ‘বারি’ । বালিকা, শিশুকন্ত । রাএ—একার বিভক্তি-চিহ্ন। রব, ক্ৰন্দনশব্দ। পহুরী—প্রহরী। চিআইল—জাগাইল, সচেতন করিল। জাণায়িল—জানাইল, জ্ঞাপন করিল।