পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ミo শ্ৰীকৃষ্ণকীর্তন [ জন্মখণ্ড এই ক্রিয়ার কৰ্ত্ত অবশু কংস ; কিন্তু কংস যমলার্জনকে গোকুলে প্রেরণ করে, এরূপ কথা আমরা কোথাও পাহ নাই । তাহাক—তাহাদিগকে । ভাঙ্গাল-ভগ্ন করিলেন। { ভক্তির প্রথম অবস্থায় কাম বড়ই অনিষ্টকারী। তাই ভক্তবৎসল ভগবান কামের প্রত্যক্ষ প্রতিমূৰ্ত্তি পূতনাকে বধ করিয়া নিজ জনের রক্ষাবিধান করিলেন। যমলাৰ্জ্জুন-ভঞ্জন প্রসঙ্গে ব্রজের মদাদিজনিত মলদোষ নিবারিত হইল। ] ৭ । কোশ—অসুরাধম কেশী কংসপ্রেরণায় ব্রজে আসিয়া নানারূপ উপদ্রব আরম্ভ করে। প্রকৃঞ্চ অশ্বরূপ দৈত্যসমাপে উপস্থিত হইলে, হ্রাচার র্তাহাকে গ্রাস করিতে উষ্ঠত হয়। তখন ভগবান স্বায় বিশাল বাহু উষ্ঠার মুখবিবরে প্রবেশিত করিয়া দেন । দুষ্ট রদ্ধশ্বাস ইহঁয়া প্রাণত্যাগ করে। আসুর-অম্বর। আনত্তর-অনন্তর তা সব-তাঙ্গদের সকলকে। হেনমতে—এই প্রকারে। বাঢ়িলা বৃদ্ধিপ্রাপ্ত হইলেন। দামোদর— একদা যশোদা বালক পুত্র শ্রীকৃষ্ণের দেীরাত্ম্যে অত্যন্ত অস্থির হইয় পড়েন এবং নিতান্ত নিরুপায় ভাবিয়া গাভাবন্ধনের রজ্জ, ( দাম ) দ্বারা তনয়ের উদর উদুখলের সহিত বন্ধন করেন । সেই হেতু শ্রীকৃষ্ণ লোকে দামোদর নামে প্রসিদ্ধ । বর—আশীৰ্ব্বাদ, ইচ্ছা । বাসলী বরে—বিশালাক্ষী দেবীর নিয়োগে । ১ । নাল- বাল্মাকায় রামায়ণে লক্ষ্মণের নীল কুঞ্চিত মূদ্বজম ইত্যাকার বর্ণনা আছে। কুমারসস্তবে পাৰ্ব্বতা মহাদেবকে প্রণাম করিলেন, প্রণামকালে তাহার অবনত মস্তক হইতে ‘নীলালক-মধ্যশোভি নুবকণিকার ভূতলে পতিত হইল (৩৬২) । মাধব কনালিকত অরণ্যকাণ্ডে,— সিংহবন্ধু স্কন্ধ কেশ নীল আকুঞ্চিত । শির চক্রাকৃতি নাল আকুঞ্চিত কেশ । উজ্জ্বল কৃষ্ণবর্ণ। কুটিল-কুঞ্চিত। ঘন-(পর ), নিবিড়। ग्रळू– 00SttS BBSgSgS SBBSS S BBBBBBB BBBB S পরম গারবে আনি সিংহাসন দিলা । দশরথ নৃপতি বসিলা গৈয়া তাত ।