পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* a ভাষা-টীকা 8 २¢ প্রবৃত্তিদায়িনী। কোঅলী—কোমলাঙ্গী। শিরীষ কুসুম কোঅলী— বিদ্যাপতিতে,— সিরিসি কুসুম কোমল ও ধনি— শিরিষ কুসুম তনি অতি সুকুমার ধনি – শিরীষ ফুল অতিশয় সুকুমার ও মনোহর। অঙ্গপ্রত্যঙ্গ শিরীষ পুষ্পসদৃশ । অদভুত—অদ্ভুত, বিস্ময়োৎপাদক। কনক পুতলী—স্বর্ণপ্রতিমা | ৩। বাঢ়ে—বৰ্দ্ধিত হয়। তনু লীলা-লীলা প্রকটনার্থ ধূত দেহ। পুরিল-পূর্ণ হইল। যেহেন—বিদ্যাপতিতে,— তত কএ দেখিয় জেহন তুয় ভাগ । মাধব কন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— রথ খন গতি করে যেহেন পবন । যেমন । দিনে দিনে বাঢ়ে ইত্যাদি—চন্দ্র যেমন কলায় কলায় বাড়িয়া পূর্ণ হইল, রাধার অঙ্গপ্রত্যঙ্গও তেমনই করিয়া দিন দিন বদ্ধিত হইতে লাগিল অর্থাৎ রাধা শুক্লপক্ষীয় শশিকলার স্তায় দিন দিন বৃদ্ধি পাইতে লাগিলেন। কুমারসম্ভবে,— দিনে দিনে সা পরিবদ্ধমান লক্কোদয়া চান্দ্রমসীব লেখা । পুপোষ লাবণ্যময়ান বিশেষান্‌ জ্যোৎস্নান্তরাণীব কলস্তিরাণি —১২৫ দৈবে—কর্তৃকারক। দেবগণের প্রার্থনাতেই রাধা বৃন্দাবনে আবিভূত হন। নপুংসক-পুরুষত্বহীন। পূৰ্ব্বজন্মে আয়ান (আইহন) লক্ষ্মীকে পাইবার প্রত্যাশায় কঠোর তপস্তা করেন । নারায়ণের বরে তাহার লক্ষ্মীলাভ হইলেও লক্ষ্মীর আদেশে তিনি নপুংসকত্ব প্রাপ্ত হন। আইহন—প্রাকৃত ‘অহিম', ‘অহিব ; সংস্কৃত ‘অভিমন্ত্র্য, পরবর্তী শ্লোক দ্রষ্টব্য (পৃ ৮) ; ভক্তিরসামৃতসিন্ধু, দক্ষিণ-বিভাগে৮— কুতুকাদভিমন্ত্র্যবেশিনং হরিমাক্রপ্ত গিরী প্ৰগলভয় । বিদিতাকৃতিরাকুলঃ ক্ষণাদজনি স্বিল্পতনুঃ স রক্তকঃ ॥ 《8