পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8.98 শ্ৰীকৃষ্ণকীর্তন [ তামূলখও ( যে কাজ ) বলি, তদ্বিষয়ে সত্য কর ; তাহ হইলে মথুরার পথ যথার্থ বলিয়া দিব । S BBS BBS BBS BBS BBS BBSeeSBSSLS বলি । তোক—তোমাকে ; তোমার। যবে —যদি । বোলা এক বোলে ইত্যাদি—তোমায় এক কথা বলি, যদি গ্রহণযোগ্য মনে কর; অথবা এক কথা বলি, যদি তোমার মনে লয়। করিবেী—প্রাচীন বাঙ্গালাতে ‘করিমু’, ‘করিকু পদের ব্যবহার অধিক । ওড়িয়া করিকু’। করিব। ১১ । অজ—প্ৰাণ ‘ডইজ' । কবিকঙ্কণে ‘দোয়ুজ’। দ্বিতীয়। বোলত—“ত যষ্ঠ্যপে প্রযুক্ত ; তুল”— মোত পরে আউর মুরুথ নাই ।—ডাকচরিত্র ( অসমীয়া) বাক্যের, কথার। আহ্মে—প্রা” ‘অমৃঙ্গে’ ( প্রথমার বহুবচনে )। আমি । করিব-বাঙ্গালী ভবিষ্যতের চিহ্ন ব-কারের মূলে কেহ কেহ প্রাকৃত এবর’, ‘ইবব’ ( স” তব্য ) প্রত্যয়ের অস্তিত্ব অঙ্গীকার করেন। আiন—অন্যথা, অন্যমত । ১২ । সর্ত্যে সর্ত্যে করিবেশ ইত্যাদি—আমি সত্য কহিতেছি, তোমার অনুরোধ রক্ষা করিব। তাক—প্রাকৃত-পৈঙ্গল—২১৪৯। পদবলীতে,— সো রস-গুণ-নিধি তাক জীবন বধি কি সিধি সাধিলি বালা ।—( জগদানন্দ ) স্বপ্নাধ্যায়ে,— -! সুবর্ণ রতজ যদি পাএ দরশন। বহু ভালো চএ ভাক বাড়ে ধনে জন ॥—(পুথি) তাহার। বধও —বধ করি। বাহ্মণ—কপূরমঞ্জরীতে বিমূহণ ; কুমারপালচরিতে বিমূহণ ; সিদ্ধহেমচন্দ্রে ‘বাম্‌হণ ; শূন্তপুরাণে ‘বাস্তন’। ব্রাহ্মণ । যবে অান করে" ইত্যাদি—যদি তাহার অন্যথা করি, তাহা হইলে ব্ৰহ্মঘাতী হই অর্থাৎ ব্ৰহ্মহত্যাজনিত পাপে লিপ্ত হই। ১৩। বুলিব—বলিব । যবে —যখন। তবে —তখন। ভালমর্তে—উত্তমরূপে।