পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

મૃ’ ૨૦] ভাষা-টীকা 8 ԾԳ বান্তিক টকা)। থীর—প্রা’ ‘থির। স্থির। কুসুমিত তরুগণ ... ... থীর নহে মনে—(একে) বসন্তকাল, বৃক্ষসমূহ পুষ্পিত, তাহাতে ( আবার ) ভ্রমরেরা মধুপানে রত এবং কোকিলকুল সুমধুর স্বরে গান করিতেছে ; তাই আমার মন ( একান্ত ) অস্থির । ৩। আতিশয়—বাঙ্গালা ভাষায় পদের আদিস্থিত অকারের স্থানে এই আকার আদেশ লক্ষণীয়। মাধবদেবকৃত আদিকাণ্ডে,— কেকয় নৃপতি আতিশয় বুদ্ধিমস্ত । মদন বিকার—কামপীড়াজনিত দৈহিক ও মানসিক ভাবান্তর । থানক- নিমিত্তার্থ চতুর্থর ‘ক’ প্রত্যয় দ্বিতীয়াতে প্রযুক্ত ; গতাৰ্থকৰ্ম্মণি দ্বিতীয়া-চতুর্থ্যে চেষ্টায়ামনধ্বনি', পাণিনি – ২৩১২। মাধবকন্দলিকৃত অরণ্যকাণ্ডে,-“খযির থানক গেলো। স্থানে। ভাগে—ভাগ্যে। তোহ্মাত লাগে—তোমায় যুক্ত হয়। এ থানক আইলা ... ... তোহ্মাত লাগে—বড়াই, তুমি আমার সৌভাগ্যক্রমে এখানে আসিয়াছ ; ( এখন ) কাজের ভার তোমার উপর । ৪ । আহ্মে দেব ইত্যাদি—আমি সংসারের সার দেবতা অর্থাৎ শ্রেষ্ঠ দেবতা। পুর—পূর্ণ কর। ১। চিন্তবে 1—চিন্তা করিব। পরাণ শকতী—প্রাণপণে । অস্তিরে—মাধবকনালিকৃত লঙ্কাকাণ্ডে,— হাহী রাম মোহর বল্লভ প্ৰাণেশ্বর । আমার অন্তরে প্রভু গৈল যমঘর ॥ নিমিত্ত, জন্ত । তাক—তাহাকে, তাহার প্রতি । করিবেী—মাধব কন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— শোণিতে করিবে। আজি নদী ভয়ঙ্কর ॥ করিব। শকতী—শক্তি, প্রভাব । আয়র—প্রাকৃত ‘অবর, অসমীয়া ও ওড়িয়া আবর’। অপর, আর । ম'নায়িবে7—সম্মত করিব। করী--করিয়া। আশেষ—অশেষ, বিবিধ। যুগতী-যুক্তি। তোহ্মণর