পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাষা-টীকা 8 లిసి আহিরী শব্দ (কণহমালা)। দুগ্ধবিকারজাত মিষ্টান্নভেদ ; এখানে উপহার অর্থে প্রযুক্ত । ১। চিন্তিঅর্ণ—চিন্তা করিয়া। মণে—পিঙ্গল ১১৭৬। মনে, মনোমধ্যে। হৃদয়ে রাখিহ-মনে রাখিও । ভৈলেণ-মাধবদেবকৃত আদিকাণ্ডে,— ন রহিল বংশ মোর ভৈলো ধৰ্ম্মহীন । হইলাম। উদগমতী - প্রা ‘উদগগমই’ । উদগ্রমতি, উৎকণ্ঠিতচিত্ত। ভালমতে—উত্তমরূপে। রাধার কারণে ... তার থান গতী— বড়াই ! আমি রাধাকে পাইতে উৎকণ্ঠ, তাহার অবস্থিতি ও গতিবিধির কথা আমায় সবিস্তারে বল । তাম্বুল—তাঙ্গুল । লইঅর্ণ—লইয়া। যাহা-মাধব কনালিকৃত অরণ্যকাণ্ডে,— মোহোর বচন সার জানি তুমি উলটি লঙ্কাক যাহা । যাও । আছে—প্রা” “অথি’, ‘অচ্ছি ; প্রা পৈ“এ,— পরিস্ফুল্লিঅ কেম্ন ৭অী বণ আছে – ২১৪৪। সে—মাগধী ‘শে । ২। চাম্পা-প্রা” চম্পঅ’ । চাপা, চম্পক । নাগেশর—নাগেশ্বর ফুল, নাগকেশর। নেআলী ( নেআর )– নবমল্লিকা বা বসন্তমল্লিকা। মাহলী—স’ ‘মল্লী’ । মল্লিক। ভরি—পূর্ণ করিয়া । ডালী—বংশাদিনিৰ্ম্মিত ক্ষুদ্র পাত্রভেদ। পিন্ধিলে—পরিধান করিলে। তবে সি—তাহার পর-ই, তখন-ই। কহিহ—প্রাচীন সাহিত্যের অনুজ্ঞাস্বচক এই ‘হ’ প্রত্যয় আধুনিক সাহিত্যে ‘ও’ । বলিও। আদিমূল—শঙ্করদেবকৃত অনাদি-পাতনে,— জয় জগন্নাথ জগতর আদি মূল । আগাগোড়া, আদ্যন্ত । ৩। যোড় হাথ করী—বদ্ধাঞ্জলি হইয়া। তাক—তাহাকে । বুলিহ—বলিও। আহ্মাকে—আমায়। পাঠায়িলে—পাঠাইল ।