পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88文 শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন [ তাম্বলখণ্ড ৬। বুলির্তে—বলিন্তে। লাগিলী-স্ত্রীলিঙ্গে । ভরiঅ7–পূর্ণ করিয়া। পাঠাঅ --পাঠাইয়া। আনে—অন্যথা কপুর-কপূর । 诏一>°C ৪ । যবে —যদি । নেহে—স্নেহ, অনুরাগ। তবে —তাহা হইলে । যবে রাধা না করিবে ইত্যাদি—রাধ, যদি তুমি প্রেম না কর, তাঙ্গ হইলে তোমার জীবন সংশয় হইবে অর্থাৎ কৃষ্ণপ্রেমানুরাগিণী না হইলে তোমার প্রাণে বাচ ভার হইবে । বুলিঅ !—বলিয়া । ১ । আওর-মাধব কনালিকৃত অযোধ্যাকাণ্ডে ‘আউর’ । আর । আহেনিশি—অহনিশ, দিবারাত্র। দহে-পোড়ে, দগ্ধ হয়। এড়িলে — মাধব কন্দলিকৃত লঙ্কাকাণ্ডে,— আজিসে সীতাত আমি এরিলে প্রত্যাশ । ত্যাগ করিলাম । না জাণো-মাধবদেবকৃত আদিকাণ্ডে,— কিবা মোক বুজাস নজানো কিবা মই । মাধব কন্দলিকৃত লঙ্কাকাণ্ডে,— স্বপনে গিয়ানে মই আন কিছো নজানও— লনি না। ভইলো।—হইলাম। ভইলে তোর সরণে—তোমার শরণাপন্ন হইলাম, তোমার শরণ লইলাম। না বোল না বোল—কাতরোক্তি, বলিও না । নিরাস—নিরাশবাক্য। আপণে-প্রা• আপপাণো (আত্মা, আত্মান)। স্বয়ং। চিন্ত— কিল কর। উপাএ—প্রতীকারের পথ। রাধার বচন–রাধিকার অনুকুল প্রত্যুত্তর। পাইলে –পাইলে। কাহ্নাইর প্রাণ জাএ— কৃষ্ণের প্রাণ বিয়োগ হয় অর্থাৎ আমি প্রাণে মরি।