*° >v ] ভাষা-টীকা 88 ○ ২ । হেলা—অবহেলা, অবজ্ঞা । ছসহ-প্রা’। দুঃসহ। তোহ্মেসি—শঙ্করদেবকৃত উত্তরাকাণ্ডে,— তুমিসি ঈশ্বর স্বরাস্বরে করে সেব। অন্তত তুমিসে থাকা ন থাকয় কেব। তুমিসে, তুমি-ই। ভেলা—ভেলক, কাষ্ঠাদি নিৰ্ম্মিত প্রব। বনমালী— বাঙ্গালায় ব্যঞ্জনাস্ত সংস্কৃত শব্দ প্রথমার একবচনে সংস্কৃতেরই অনুরূপ । শ্রীকৃষ্ণ । ভরিলা—হইলাম । যানি- জানিয়া । করহ-প্রা” পৈ"এ কিরহ ( কুরুন্ধ ) ১১২৬ ৷ જૂઠ્ઠાત્ર – 為し* ৩। বিথর—প্রা” ‘বিখর । বিস্তর। দেখিলে – দশন করিলে। শুণিলে—শ্রবণ করিলে। বএসে—বয়ঃক্রম। প্রকার—কৌশল । আশেষে বিশেষে—অশেষ-বিশেখে, বিলক্ষণরূপে । মিনতী—ও০ মিনতি ; ম’ ‘মিনতা ; স” বনতি । সামুনয় প্রার্থনা। খণ্ডুক—খণ্ডিত হউক। বিমতী-বিদ্যাপতিতে,— *. বিমতি বুঝিঅ জঞে ন জfএব পাস । বিরুদ্ধমতি, অসম্মতি । ৪ । যাহা—ম!ধবকন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— এরভ । তই লখাই দেশক চলি যাহা । যাও । তাম্বুলে –‘এ’ তৃতীয়ার চিহ্ন। তাম্বল দ্বারা । হাথেত—“ত ( তস্) তৃতায়ার অর্থে প্রযুক্ত । ধরিঅর্ণ—প্রা পৈ"এ ধরিঅ’ ( ধৃত্ব ) ১১৫৮ ৷ হাথেত ধরিআ -- সনিৰ্ব্বন্ধ প্রার্থনা সহকারে । আন— আনয়ন কর। বচনে—‘এ’ দ্বিতীয়ার চিহ্ন । পুরুক—পূর্ণ হউক। কষ্ণেন রসতুষ্ণেন ইত্যাদি শ্লোক—রসভৃষ্ণ শ্ৰীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত সবস্ত্র সোপকরণ তাম্বল বৃদ্ধ রাধাকে পুনরায় অর্পণ করিল।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।