পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

888 শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন [তামূলখণ্ড ১ । কথা খানি খানি ইত্যাদি—বড়াই রাধার পাশ্বে বসিয়া, শ্ৰীকৃষ্ণ যে রাধার সহিত মিলিত হইবার জন্ত অত্যন্ত উৎসুক হইয়াছেন, এই কথা একটু একটু করিয়া কহিল। তাম্বুল—তাম্বল। দিঅ1–দিয়া । রাধাক-রাধাকে । বিমুখ বদনে—মুখ ফিরাইয়া, বিপরীতমুখী হইয়া। হাসে-প্রা" হিসএ' ( হসতি ) ৷ হাসিতে লাগিল। ল বড়ায়ি—পদমধ্যবৰ্ত্তী ‘অখির’ । পৃষ্ঠাঙ্ক—১৯ ২। কহির—মাধবকনালিকৃত অরণ্যকাণ্ডে,— কহির গন্ধৰ্ব্ব আসি ভৈলা বনদেশ । কোথাকার । তুল” “কোথার গোসাঞি আইলা মানুষ-ভিতরে’, চৈ"ভা"। কপুর-প্রাণ ‘কপপুর। কপূর। নেত—ভবানীদাসকৃত ময়নামতীর গানে,— পছনায় পিন্ধে কাপড় তলে বান্ধে নেত। চৈতন্ত্যভাগবতে,-- পট্ট-নেত শুক্ল নীল সুপীত বসন । ( মধ্য", ৯ম অ' ) ভক্তিরত্নাকরে নেতবস্ত্রকৃতোঞ্চাশে স্বশ্ন বস্ত্রভেদ। পাটোল—তেলেগু ও তামিল ‘পটুটু ( রেশম ) । বিদ্যাপতিতে,— আধ পটের আধ মুজ ডোরা । মারায়ণদেবকৃত পদ্মাপুরাণে,— বিচিত্র ব্যান্ত্রের ছড়া দক্ষিণ কটিতে বেড়া বামকটি সুরঙ্গ পাটল ॥—(পুথি ) রেশমী কাপড়। কে-প্রা"। পাঠাইলে—পাঠাইলেক, পাঠাইল । মোর-মোরে, আমাকে । ল বড়ায়ি—সম্বোধনে । ৩। কহে!—মাধব কনালিকৃত সুন্দরাকাণ্ডে,— প্রসিদ্ধ কাহিনী কহো বীর কেশরীর ॥ লোচনদাসকৃত চৈতন্তমঙ্গলে— পাচালি-প্রবন্ধে কহো গৌরাঙ্গচরিত।