পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পু” ২১ ] ভাষা-টীকা 88ግ পরবর্তী রূপ ‘করিলু’, ‘করিলাঙ’, ‘করিল প্রভৃতি। করিলাম। সরূপে তোরে কহিলে ... . যৌবন মোএ বঞ্চিলে –তোমায় যথার্থ বলিলাম, ওগো, এই তোমার সম্মুখে শপথ করিলাম, যৌবনের প্রারম্ভ আমি অমনই অতিবাহিত করিলাম । নfএ—প্রাচীন অসমীয়াতে,— প্রাণবান্ধব মধবএ দয়াশীল দৈবকীনন্দন নাএ। তুমি দেব দীনবন্ধু কেবলে করুণাসিন্ধু করে তযু চরণে বন্দন নাএ –(কীৰ্ত্তন ঘোষ ) রাম রাঘব রঘুপতি এ তুমি দেব অগতির গতি নাএ। কথার মাত্রা, সম্বোধনস্থচক শব্দ । আবালী—বালিকা । ‘অকুমারী', ‘অঘোর’, ‘অমন প্রভৃতি শব্দ তুলনায় । নহে। —নছি। আবালী রাধা নহো ইত্যাদি—আমি রাধা বালিকা, সুরত-কেলির যোগ্য নতি । ২। করু—করুক। ক্ষেমা করু কহন্ত মণে— কানাই মনে সহিষ্ণুতা অবলম্বন করুক । শিরকারণে—নিষ্কর্ষণে। যবে না মরিবে ইত্যাদি—যাবৎ রসনিষ্কৰ্ষণ ব্যাপারে রাধার মৃত্যু ঘটনা না হয়—অর্থাৎ যত দিন রাধা রতিক্রীড়ার যোগ্য না হয় । ৩। বুঝে l-বুঝি । রঙ্গ ধামালী-কেলি-কৌতুক । সুরতী কেলী—রতিক্রীড়া । বাহুড়িঅর্ণ—ফিরিয়া। চল—যাও, গমন কর। নিষধ-নিষেধ কর, নিবারণ কর। शृश्रेॉक- २s জৈসাণে—অসমীয়া যৈসানি । যখন । রতি-কাম-কেলি। জাণবেণ—জানিব । তেসাণে—অস’ ‘তৈসানি । তখন। অাণিবে।— আনয়ন করিব। সুরতী সম্ভোগে—রতি-সুখাস্বাদনে। রাতী—প্রা" বস্ত্রী । রাত্রি। পোহাইবো—যাপন করিব।