পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 o শ্ৰীকৃষ্ণকীর্তন [ তামূলখও श्रृंछैॉक-२७ ৪। বারেক—বারৈক, একবার। করাহ-করাও । রাধানিহিতচিত্তস্ত ইত্যাদি শ্লোক-রাধাগতচিত্ত শ্ৰীকৃষ্ণের বচনে বৃদ্ধ শ্রীরাধার নিকট সত্বর গমন করিয়া সাদরে এই কথা বলিল । - ১। নিশিত—রাত্রে। জগন্নাথ—শ্ৰীকৃষ্ণ । বুক—স বুক্ক’। বক্ষঃ । তনে—প্রা” ‘থণ’, ‘খণ’ । ময়নামতীর গানে,— আবের কাঞ্জলি নহে দুই তন ঢাকিমু । মাধবকনালিকৃত অযোধ্যাকাণ্ডে,— চক্রবাক যুগল তোমার দুই তন ॥ একার বিভক্তিচিহ্ন। স্তন। পরসি—ম্পর্শ করিয়া । নারেবড়-প্রাচীন সাহিত্যে নিয়ৰড়’, ‘নীবড়’, ‘নৈবড়’ । উহার নটবর শব্দেরই রূপান্তর মনে হয়। ধৃষ্ট, শঠ। কাহ্নাঅর্ণ—অনাদরে 'আ' প্রত্যয় । কৃষ্ণ । ভাল-প্রা” “ভল্ল ( ভদ্র ) ; ও” “ভল’ । বিদ্যাপতিতে,— সজনি ভল কত্র পেখল ন ভেলি । উত্তম। জীএ—বঁচে । জীণাইলো—জানাইলাম। ২। তোহ্মেত—'ত অবধারণে । তুমি ত । আবুধী-মাধবকন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— হেন সে আবুধি তই মিছা কর গ্রহ। বুদ্ধিহীন । পুরুষবর্ধী—পুরুষঘাতিনী । পাআ 1—পাইয়া । আগচেতনে— অচেতন, বিগতচৈতন্ত । সরূপে জীএ ইত্যাদি—তোমার আলিঙ্গন পাইলে কানাই যথার্থই বঁাচে । অথবা যথার্থ বলিতেছি, কানাই তোমার আলিঙ্গন পাইলে বাচে। ৩। কিসক—প্রা” “কিস’। ‘ক’ নিমিত্তার্থে প্রযুক্ত প্রাকৃত ‘কএ’ প্রত্যয়েরই রূপভেদ। রাঢ়ে ‘কিস্কে ; ও” “কিসকু’। মাধবদেবকৃত আদিকাণ্ডে,— মোহোর রাজ্যত বৃষ্টি কিসক নকরে। ছাৱালত রণ হারি কিসক পলাস ।