পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृं' २० ] ভাষা-টীকা 8☾ Ꮌ কেন, কি নিমিত্ত। নিফল—নিষ্ফল। রঙ্গ—আনন্দ-বিলাস, ক্রীড়াকৌতুক। श्रृंछैfक-२8 ৪। রাখহ—‘হ’ অনুজ্ঞায়। আপনার কর পাপ ইত্যাদি—পাপরূপ দুস্তর সাগর হইতে আপনার উদ্ধার সাধন কর—অর্থাৎ কানাইর জীবননাশজনিত পাপ হইতে আপনাকে মুক্ত কর। বচনেক—বচনৈক । বচনেক দেহ ইত্যাদি—একটিমাত্র অনুকূল বাক্যে কানাইকে আশী দাও । ১ । এত কালে—এই শেষ দশায় । বুলিবে-বলিবে। আদি অস্তি—আদ্যন্ত । এখো—এক, একটিও। বোল—বাক্য। বোলসি— বিদ্যাপতিতে,— গুপুতহি বোলসি মোহি বড়ি লাজ ॥ বলিতেছিস, বলিতেছ। মারিবে1–মাধবকন্দলিকৃত অযোধ্যাকাওে,— মারির্বে ভরত আজি জীয়স্তে নযায়। মারিব। জগণআ7—জানাইয়া । গোআলি-প্রা” । গোপ, আয়ান । দারুণী—বিবেকহীন, অল্পবুদ্ধি । লাজ–লজ। তোর বাপেত ইত্যাদি—বাকুড়ার প্রাদেশিক “তোর বাপে লাজ নাই!’ ২। হেনক-স্বার্থে ‘ক’ । এই প্রকার। তুল’ ‘সাত তাল উচ্চ মঞ্চ জেনক আকাশ’ ( শ্ৰীকৃষ্ণ-বিলাস ) । উত্তর-ময়নামতীর গানে,— ক্রোধ করি দ্বিজবর বুলিল উত্তর । কথা। সামী দুরুবার ইত্যাদি—আমার স্বামী ছদ্ধর্ব এবং আমিও স্বাধীন নহি। জাণেী—জানিতাম। মতী—মতি, বুদ্ধি। আসিবে”— মাধবকন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— r* সত্বরে আসিবে মই বনবাস তরি ॥ আসিব । সংহতী—সঙ্গে, সাথে ।