পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृ* २१] ভাষা-টীকা 86×6. কিং (কিম্) শব্দ ষষ্ঠীর বহুবচনে ‘কাণং’, ‘কাণ’ ; এই “কাণ’ হইতে কার তথা কাহার হওয়া সম্ভব। ২। বীর দাপ—প্রা" ‘দপ প’ । বীরদর্প, আস্ফালন-বাক্য। সে অরিতে—বিদ্যাপতিতে ‘স্বমরইত’। স্মরণ করিতে। এথোহি— এক-ও, একজনকেও । মাআ—প্রা” “মাআ’ ( মাতৃ )। বাপ—‘বপ পো . পিতেত্যন্তে”—দেশীনামমালা। এখোহি না রাখিলেক ইত্যাদি— তোমার পিতা মাত কাহাকেও বাকী রাখিল না অর্থাৎ তাহাদিগকেও যত পারিল, মন্দ বলিল। গরজিলী-স্ত্রীলিঙ্গে ঈ প্রত্যয় । গৰ্জ্জিয়া উঠিল । ৩। হাণে কুলে—এ হেন বংশে (?) । পাটবুকী-প্রা" ૪ન્ન હી পথর বিখর হিঅলা’ ( প্রস্তরবিস্তৃত-হৃদয়: ) ১।১৬৬। পাটার দ্যায় বিস্তৃত বুক যে স্ত্রীর, নিৰ্ভীক । ‘ডাকী-বুকা’ শব্দ তুলনীয়। foot—s' “স্তিরী বা “তিরী’ । স্ত্রীলোক । পালটি—প্রা ‘পল্লটি’ ( পুনরাবৃত্য )। বিদ্যাপতিতে “হৃদয়ে বুঝাএল পলটি নিহারি’, ‘পলটি বৈসা গুল কনক কটোরা’ । ফিরিয়া । দেখে7–মাধব কন্দলিকৃত অযোধ্যাকাণ্ডে,— তোমার প্রসাদে দেখে আমিও রামক ॥ সুন্দরাকাণ্ডে,— মুখ তুলি মাত সরস বদনী দেখে। মই চন্দ্রোদয় । দেখি, দেখিব। . ৪ । বিকে—বিক্রয়ার্থ। মথ,রাক—কবি শঙ্করত্নত গুরুদক্ষিণাতে,— গুরু দক্ষিন দিয়া আমি মথুরাকে জাব – পুৰি) “ক” দ্বিতীয়ার চিহ্ন ১ সংস্কৃত ভাষাতেও গতার্থ ধাতুর প্রাপ্ত্যর্থে কৰ্ম্মংজ্ঞার ব্যবস্থা আছে । কেহ কেহ এই ‘ক’ প্রত্যয় সপ্তমীর অর্থে প্রযুক্ত মনে করেন। দিতে—দিবার নিমিত্ত। তবে সি—তবেই, তা হ’লেই। পালাএ—পলায়ন করে, অন্তষ্ঠিত হয়। গাএ—গায়, গান করে । ১। বিভক্তি সম্বন্ধে বিস্তৃত আলোচনা সম্পাদকীয় উক্তি-মধ্যে দ্রষ্টব্য।