পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

st" as-s • 1 ভাষা-টীকা 8¢ ግ রহিবে —রহিব, অবস্থান করিব । ধরি-প্রা• :*i" Sו כפול, ואן করিহলি—করিও । श्रृंठेकि-२० আধায় সাদরং চিত্তে ইত্যাদি শ্লোক—দামোদরের বাসনা সাদরে হৃদয়ে গ্রহণ করিয়া কপট-কুশল বৃদ্ধ মধুর বচনে রাধাকে বলিল । ১। বিমতী--কুমতি, কুবুদ্ধি। তেজিআ —ত্যাগ করিয়া । জাই—যাই । তেঁউ—তাই, সেই জন্য। গো—দেশী প্রা”। সম্বোধনস্বচক অব্যয় । সব গোপী লঅর্ণ রাধা ইত্যাদি—ওগো বধ, গোপীদিগের সহিত যুক্তি পরামর্শ করিয়া, তাই ( শ্ৰীকৃষ্ণ স্বগৃহে গমন করিয়াছেন এবং পথ বিঘ্নশূন্ত বলিয়া ) মনের উল্লাসে মথুরা যাইতেছি। অথবা ওগো রাধা, কানাই গৃহে গমন করিয়াছেন, গোপীদের সহিত বিচার-বিতর্কে পথ বিঘ্নশূন্ত সাবাস্ত হইয়াছে, সেইজন্ত ইত্যাদি। ২। সখিগণ-সখীগণ । ৩। বিকলিঅ1—মৃচ্ছকটিকে ‘বিকিৰ্ণিঅ’, ‘বিক্রণিঅ’। বিক্রয় করিয়া। ঘরক— ঘরে, গৃহে । ঝণটে—অসমীয়া রামায়ণে,— ঝাণ্টে গুচি যাওঁ আমি আনো বনান্তর । ঋটিতি, শীঘ্ৰ । ৪ । হেন মতে—এইরূপে । কেীक्ली-et• ‘কবডড’ ( কপর্দক ) ; চর্য্যাপদে কিবড়ী’ । কড়া, বিক্রয়লব্ধ অর্থ। অাণিঅর্ণ—আনিয়া । দেএ—দেয় । কালক্ষেপণসহঃ শুচি ইত্যাদি শ্লোক-রাধা-বিরহে মনোজশরকাতর মাধব কালক্ষেপে অসহমান হইয়া বৃদ্ধ-সমীপে গমন করত বলিলেন। - ناساسيto أو ১। আশোআশে—আশ্বাসে। চোখে—চক্ষে। নিন্দ—প্রা" "ণিদা’, ‘ণেদা”। চর্য্যাপদে ‘নিংদ’, ‘নিদ’ । নিদ্রা। ভাণ্ডহ-ভাড়াইতেছ, Ebr