পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 と8 শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন [ দানখণ্ড

  • ه-چtع

S ] বড়ারি-রাধাকৃষ্ণ মিলনের সহায় বৃন্দাবনস্থ বৃদ্ধা রমণী । কেহ কেহ ইহঁকে যোগমায়া বলেন ( ৭ পৃষ্ঠার টক দ্রষ্টব্য )। এগার-পাণ ও প্রা এগারহ। . নলিনী দল কোঅলী—তুল” ‘লবলীদল কোমল আহ্মার দেহে’ ( পু” ২১ ) । দেখি–চৰ্য্যাচৰ্য্যবিনিশ্চয়, ৭ ও ৪২ সংখ্যক পদে । হার এ—হারায়, খোয়ায় । মোকে—"কে’ দ্বিতীয়ার চিহ্ন। উহা প্রাকৃত নিমিত্তার্থ ‘কএ প্রত্যয়ের রূপান্তর। মাঙ্গে—মাগে, প্রার্থন বা যাচঞ করে। পরসিলে—ম্পর্শ করিলে। তেজিবে7–ত্যাগ করিব । ২ । বাটে-চৰ্য্যাপদে বাটএ’ ! আহ্মাকে—নিমিত্তার্থ চতুর্থীর ‘কে (প্রা” কএ) প্রত্যয় দ্বিতীয়াতে প্রযুক্ত হইয়াছে। পরিহাস করে দান ছলে—মাশুল গ্রহণের নামে রহস্ত করে। ভাগির্তে—ভগ্ন করিতে, ছিন্ন করিতে। কাঞ্চলী ভাগির্তে ইত্যাদি—বলপূৰ্ব্বক বক্ষাবরণ উন্মোচন করিতে চায় । ৩। ছাড়ী—শান্তিপাদকৃত চৰ্য্যাপদে বাম দাহিণ দে বাট চ্ছাড়া শাস্তি বুলে থেউ সংকেলিউ’ । ত্যাগ করিয়া । কেহে--রাজেন্দ্র দাসের আদিপর্কে,— অধৰ্ম্ম কৰ্ম্মেত কেহে মোর অভিরুচি। ব্রাহ্মণীর প্রতি কেহ্নে মেীর গৈল চিত্ত ॥ কেন। বোলএ-প্রা’ vবোল্প, কথনে বলে। ধামালী—প্রাচীন সাহিত্যে ক্রীড়ার্থে ধামালি’ শব্দের প্রয়োগ অপেক্ষাকৃত অধিক । বিদ্যাপতিতে ‘ধমারি’ ; মাধব কন্দলিকৃত লঙ্কাকাণ্ডে ‘ধেমালি’ ৷ কৃত্তিবাসী রামায়ণে,— আমা সনে রাবণ তোর কিসের ঢামালি । মাধবাচার্য্যের শ্ৰীকৃষ্ণমঙ্গলে,— রাধা কামুর ধামালী দেখিয়া সব সর্থী। নয়নে বসন দিয়া ঘন হাস্যমুখী ॥