পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীকৃষ্ণকীৰ্ত্তন [ দানখও سراوان 8 দেন। করলে 1—করিলাম । খণ্ডত্ৰত—অঙ্গহীন ব্ৰত। জরমত— 'ত' সপ্তমীর চিহ্ন। তেঁ—তন্নিমিত্ত। পোএ—প্রাকৃতলক্ষ্মীতে পোআ’ ( পোত ) ৷ ‘এ’ কর্তৃকারকের চিহ্ন। তামিল ‘পৈয়ন ; তেলুগু ‘পৈয়’ ; ও ‘পুঅ’ । পুত্র। পশ্চিমরাঢ়ে প্রচলিত পুআ ( গাছের চারা ) শব তুল’ । ৩ । খঅ—গ্রা” । ক্ষয়, নাশ। জরম গেল করমের ইত্যাদি— কাল কানাইর হাতে ধৰ্ম্ম কৰ্ম্ম সমস্তই নাশ পাইল, জন্মটা বৃথায় গেল । পেলাইবে –ফেলিয়া দিব। মূছিবে –বা"vমুছ (মৃজ), মার্জনে। মাথে—মস্তকের । মুকুট ভাগিঅর্ণ সব ইত্যাদি—মুকুটাদি যত অলঙ্কার ভাঙ্গিয়া দূরে নিক্ষেপ করিব এবং সিথার সিন্দুর মুছিয়া ফেলিব। রহাএ—আটকায়, ( বলপূৰ্ব্বক ) অবস্থিতি করায় । নারে –পশ্চিমরাঢ়ে ‘নারি’ তথা ‘লারি’ শব্দ প্রচলিত। পারি না। জণি—বিদ্যাপতিতে,— এ সখি এ সখি লই জনি যাহ । —( কাৰ্যবিশারদ-কৃত সংস্করণ ) (মিথিলার পাঠ—“আহে সখি অহে লই জয় জাহে । ) গোবিন্দদাসে,— একলি বোলি করহ জমি বাধ ॥ যেন না । এহাক—‘ক’ দ্বিতীয়ার চিহ্ন। ইহা । ৪। এড়–ত্যাগ করুক। দিআরু—দিউক । মেলানী— বিস্কাপতিতে,— লাজ ডর নাহি তো পরানী দে মেরানী রে ॥ মাধবদেবকৃত আদিকাণ্ডে,— মেলানী মাগিয়া গৈল আপোনার থান ॥ বিদায়। অশুভসূচক, এই ধারণায় ‘বিদায়’এর পরিবর্তে মিলনার্থ ‘মেলানি’ শবের প্রয়োগ বিহিত হইয়া থাকিবে । আমরা যাই’ না বলিয়া আসি বলি ।