8Q 6 শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখও ২। কত না-চণ্ডীদাসের প্রচলিত পদে,— আহা মরি মরি সঙ্কেত করিয়া কত না যাতনা দিমু । আছের—‘কহিআর’, ‘দিআর’, ‘দিআরু প্রভৃতি পদ তুল”। বিদ্যাপতিতে “গাবিআরো আছে। না চাহ সমূখ দিঠী—সম্মুখদৃষ্টিতে দেখিতেছ না । . 8 - چgétء নেহালসি-বা-vনেহাল বা নেহার। দেখিতেছ। শিরি-ত্র, শোভা। এ রূপ যৌবন কত ইত্যাদি—হস্তাঙ্গুরীয়কে (তোমার) এই রূপ-যৌবনের শোভ কত দেখিতেছ! ভাব ও পরিতোষ—ক্রিয়াপদ । পদুমিনী- ক”এ ‘পদুমিণী’ । পদ্মিনী । গুন— গণনা কর । | ס\ কুলেহে!—কুলেও । পরিহর—ত্যাগ করিতেছ। পাছে ত—‘পাছ’ শব্দে দুইবার বিভক্তি-চিহ্ন বসিয়াছে। পরে, পশ্চাৎ । পাছানা—চেন, চিহ্নিত করা । চাহ-মাধবকনালিকৃত সুন্দরাকাণ্ডে,— শঙ্কা পরিহর মাৱ ভাল মতে চাহা । চাও, দেখ । এ রূপ যৌবন পাছানা ইত্যাদি—তোমার এই রূপ-যৌবন কেমন, তাহা জানা যাইবে, আমার প্রতি একবার মুখ তুলিয়া তাকাও ৷ ৪ । পাঅ—প্রা” পঅ’ । পদ। রাতা—প্রা” ‘রক্ত’ , বিদ্যাপতিতে,— নীরে নিরঞ্জন লোচন রাতা । রক্তবর্ণ। ঈশর—ঈশ্বর। تخصصيضصيصه مسمصمسعة د s-چibfه ১। নিলজ-নিলজ। ইছাএ—ইচ্ছায়। পরাণে বড়ায়ি ইত্যাদি—প্রাণের বড়াই আমার, ইহার প্রতিবিধান কর (অর্থাৎ শ্ৰীকৃষ্ণের হাত হইতে মুক্তির একটা উপায় উদ্ভাবন কর—আমায় রক্ষা কর )।
পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৬০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।