পাতা:শ্রীকৃষ্ণকীর্তন-বড়ুচণ্ডীদাস.djvu/৫৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8१२ শ্ৰীকৃষ্ণকীর্তন [ দানখগু शृछेtझ-8२ যাহা—যাও, গিয়া থাক । সুবিধান—বিধানানুরূপ, বিহিত। দেহত —'ত বাক্যালঙ্কারে। দিবেহেঁ—দিবে, দান করিবে। সুনহ—শুন । বিষএ—অধিকারে। হইএ—হই। ২। লেখে—লেখায়, গণনায়। অভরস-অবিশ্বাস । বুইল— বলিলাম। তোহ্মার কারণে ইত্যাদি—তোমার সহিত বিলাসের জন্য আমি কর সংগ্ৰহকার্য্যে প্রবৃত্ত হইয়াছি। ৩। নেহত—'ত ষষ্ঠীর অর্থে প্রযুক্ত। মাণিকচন্দ্র রাজার গানে,— সিনান করিয়া যাও মহলত লাগিয়া ৷ মাধব কনালিকৃত লঙ্কাকাণ্ডে,— আজিসে সীতাত আমি এরিলে প্রত্যাশা ৷ স্নেহের, প্রেমের । শত পঞ্চাস-শত, লাভ এবং পঞ্চাশ, ক্ষতি । উপেখী—উপেক্ষা করি, অগ্রাহ করি । নেহত লাগিঅ ! ইত্যাদি— প্রেমের জন্ত আমি লাভ লোকসান তুচ্ছ করি (অর্থাৎ তোমার প্রেমের বিনিময়ে আমি ক্ষতি-বৃদ্ধি গণনায় আনি না ) । আপণে—চৰ্য্যাপদে অপণে । স্বয়ং। ৪ । লেখা—গণনা। খড়ী—প্রা” খড়িঅ’ (থটিকা )। পাড়ী— পাতিয়া। খড়ী পাড়ী, অঙ্ক-পাত করিয়া। বাকী-কেহ কেহ শব্দটিকে আরবী মনে করেন, অপরে বক্রী’-শব্দজ বলেন । তোতে—তোমাতে, তোমার নিকট। হএ নহে—হয় নয়, সত্য মিথ্যা । ১। পুরুব-পূৰ্ব্ব। কালত-কালে। ঋষিএ—‘এ’ কর্তৃকারকের চিহ্ন। বসুলে—প্রথমার একবচনে। নিঅ –লইয়। থাইল—বা"vখু. স্থাপনে। পুরুব কালত ঋষিএ ইত্যাদি—পূৰ্ব্বে ঋষিগণ বলিয়াছেন, বস্থদেব শ্ৰীকৃষ্ণকে লইয়া নন্দগৃহে স্থাপিত করিলেন। জীণাইবে -বিজ্ঞাপিত করিব। লইব—লইবেন। রাজ-প্রা” রজ। রাজ্য। সমাদ—সংবাদ ।